এ ব্লগ এর লেখা এখানে লেখা হয়। সকল নতুন পোস্ট ও টিউটোরিয়াল এখানে পাবেন।

মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১০

অনলাইনে আয়ের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং কথা ভাবছেন তাহলে দেশি সাইটা দেখে যান

আমাদের দেশে অনলাইন ভুবনের তরুণদের কাছে বহুল আলোচিত বিষয়ের একটি হচ্ছে অনলাইন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ।ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজেদের ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে সক্ষম হয়েছেন অনেকেই ৷পড়ালেখার পাশাপাশি বা পড়ালেখা শেষে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করে যে কেউ গড়ে নিতে পারেন আপনার নিজের ভবিষ্যত্ ক্যারিয়ার । আপনি এ কাজ করতে পারেন ইন্টারনেটে অনেকগুলো জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে । কিন্তু এগুলোতে কাজ পাওয়া অনেক কঠিন । আপনি নতুন অবস্থায় অনেক বিড করেও কাজ পান এবং হতাশ হয়ে ফ্রিল্যান্সিং ছেরে দেয়ার কথা বলেন। আপনাদের কথা মাথায় রেখে বাংলাদেশে তৈরি হল বিডিটি ফ্রিল্যান্সার নামে এক ওয়েব সাইট। সাইট চালু হরার মাত্র ১ মাস হয়েছে । সাইট টি নতুন হলেও এর পেমেন্ট সিস্টেম অনেক ভাল।এখানে আপনি ডাটা এন্ট্রি প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন , গেম, থ্রিডি এনিমেশন, ব্যানার ডিজাইন , লোগো ডিজাইন ইত্যাদি কাজ পাবেন।
 অনলাইনে আয়ের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং কথা ভাবছেন তাহলে দেশি সাইটা দেখে যান<span title=। | Techtunes" title="অনলাইনে আয়ের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং কথা ভাবছেন তাহলে দেশি সাইটা দেখে যান। | " height="507" width="570">

সাইটিতে আপনি কি কি সুবিদা পাবেনঃ

  • অর্থ তোলার একটি নির্ভরযোগ্য ও নিরাপদ উপায় হচ্ছে ওয়্যার ট্রান্সফার ।সাইটিতে প্রধান যে সুবিদা হল আপনি সরাসরি আপনার ব্যাংক থেকে টাকা তুলতে পাবেন। এর জন্য আপনার ব্যয় হবে মাত্র ২০ ডলার । আপনি মাত্র ৭-৮ দিনের মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন।
  • এ ছাড়া আপনি মানিবুকার বা পেপাল এর মাধ্যমে টাকা পেতে পারেন । এতে আপনার ব্যয় হবে মাত্র ১০-১২ ডলার ।
  • সাইট টা নতুন বলে বর্তমানে তারা বায়ারদের কাজ থেকে কোন টাকা নিচ্ছেনা । আপনি একদম ফ্রীতে আপনার যেকোন কাজ সেখানে পোস্ট করতে পাবেন।
  • সাইটি গোল্ড মেম্বার হয়ার সুবিধা আছে। আর এর জন্য আপনার ব্যয় হবে মাত্র ৫ ডলার। ১ম এ গোল্ড মেম্বার না হলেও চলবে , কোন কাজ পেলে সে তাকা দিয়ে আপনি গোল্ড মেম্বার হতে পাবেন।
  • কাজ শুরু করার পর ক্লায়েন্ট /বায়ারকাজের সম্পূর্ণ টাকা ওই ফ্রিল্যান্সিং সাইটে জমা রাখে। যা কাজ সম্পন্ন হবার পর কোডারের টাকা পাবার সম্ভাবনা নিশ্চিত করে।

দেশি সাইট এ ফ্রিল্যান্সিং কাজ করুন , নিজের ভবিষ্যত্ ক্যারিয়ার গড়ুন ।ফ্রিল্যান্সিং বা সাইট টি সম্পর্কে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান।

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১০

শরীর সুস্থ রেখে কম্পিউটার এর কাজ করুন (শেষ পর্ব )

আগের পর্বে আলোচনা করেছিলাম চোখ সর্ম্পকে , আজ দেহের অন্যান্য অজ্ঞে সর্ম্পকে আলোচনা করবো।

কম্পিউটারে বিশেষ করে যারা ডাটা এন্ট্রির কাজ করে এবং যারা প্রোগ্রামার তাদের দীর্ঘক্ষন ধরে কী-বোর্ড ব্যবহার করতে হয়। এতে তাদের হাত এর উপর প্রচুর চাপ পড়ে । একটু সঠিক ভাবে ব্যবহার করলে দেহের উপর কম চাপ পরবে। এর সাথে ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন , গর্ভবতিদের জন্য কম্পিউটার ব্যবহার এর ক্ষতি সর্ম্পকে আলোচনা করার চেস্টা করবো ।

কী-বোর্ড এ হাতের ব্যবহার

  • মেঝে থেকে কী-বোর্ড ২৮-৩২ ইঞ্চি উপরে রাখুন।
  • কী-বোর্ড সমান জায়গায় বসান। আপনি যদি বেশি আরাম বোধ করেন তাহলে কী-বোর্ড এর স্ট্যান্ড দুটি খুলে দিন।
  • কী-বোর্ড এ জরে চাপ না দিয়ে আলত ভাবে চাপ দেয়ার অভ্যাস করুন।
  • হাত কোন কিছুর সাথে না লাগিইয়ে কী-বোর্ড ব্যবহার করার চেস্টা করুন।
  • মেঝেতে পা না রেখে টেবিলে পাদানিতে পা রাখার চেস্টা করুন ।
  • হাত সোজা করে কী-বোর্ড ব্যবহার করুন ।
  • হাতে বেশি পরিমানে তেল বা তৈলাক্ত জিনিস লাগিয়ে কী-বোর্ড ব্যবহার করবেন না ।
  • আস্তে করে মাউস ধরুন ।

• কী-বোর্ড এর পরিবর্তে মাউস বেশি ব্যবহার করার চেস্টা করুন।

ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন

যারা দীর্ঘক্ষন ধরে কম্পিউটার এ কাজ করে তাদের ডিপ্রেশ্ন , এলার্জি আরও অনেক ধরনের অসুবিধা দেখা যায়। এগুলোর জন্য বিজ্ঞানিরা ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন কে দায়ী করেছেন। এখন বড় বড় কম্পানিরা রেডিয়েশন মুক্ত যন্ত্রপাতি তৈরী করার চেস্টা করছে। এজন্য কম্পিউটার কেনার সময় কম রেডিয়েশন হয় এমন সব যন্ত্রপাতি কেনা উচিত।

গর্ভবতিদের জন্য কম্পিউটার ব্যবহার এর ক্ষতি

গর্ভবতিদের জন্য কম্পিউটার ব্যবহার করা উচিত না । বিজ্ঞানিরা গবেষনা করে দেখেছেন গর্ভবতিদের মধ্যে যারা ২০ ঘন্টার বেশি কম্পিউটার ব্যবহার করেছেন তাদের Micrariases , Pre – mature এবং Still born শিশু হয়েছে। কম্পিউটারের ইলেকট্রোম্যাগনেটিক রশ্নির জন্য এটা হয়ে থাকে। গর্ভবতি মহিলারা কম্পিউটার ব্যবহার করলে গর্ভ এর সন্তানের উপর চাপ পড়ে।

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১০

শরীর সুস্থ রেখে কম্পিউটার এর কাজ করুন (পর্ব ১ )

প্রত্যহ দীর্ঘখন কম্পিউটারে কাজ করলে আমাদের শরীর এর কিছু অঙ্গের উপর অত্যাধিক চাপ এবং কম্পিউটার হতে নিঃসৃত ইলেকট্রোম্যাগনেটিক রশ্নি আমাদের বিভিন্ন ক্ষতি করতে পারে। দীর্ঘদিন ধরে কম্পিউটার ব্যবহার করলে চোখ ও শরীর এর বিভিন্ন অসুবিধা দেখা দেই। বিজ্ঞানিরা বিভিন্ন গবেশনা করে অসুবিধা প্রতিরোধ ও নিরাময় পথ বের করেছে। বিজ্ঞানিরা যে শাখায় এ শারারিক বিষয় নিয়ে আলোচনা করে তার নাম তারা দিয়েছে এরগোনমিকস ( Ergonomics ) । দীর্ঘখন কম্পিউটারে কাজ করলে কিছু কিছু সমস্যা বা যন্ত্রনা বোধ হয় এবং হাত , ঘার , মাথা , কাধ এমন কি পায়েও ব্যাথা হয়। আমরা এবিষয় একটু সচেতন হলে এর প্রতিকার করতে পারি। নিচে এ বিষয় আলোচনা করা হল।

চোখের সমস্যাঃ

মনিটরের অতিরিক্ত আলো ও আলোর অপর্যাপ্ত বা প্রয়োজনের তুলনায় বেশি হওয়া , স্কীন এবং চোখের মধ্যে দূরতের গরমিল এবং এবং অচ্ছচ স্কীন কম্পিউটার ব্যবহারকারির বিভিন্ন সমস্যা হতে পারে । যেমনঃ

  • চোখ থেকে পানি পড়া ।
  • চোখের জালা করা।
  • মাথা ব্যাথা করা ।
  • অস্পস্ট দেখা বা কোন জিনিস ডাবল দেখা।

চোখের সমস্যা এর সমাধানঃ

  • সব সমায় মনিটরের আলো চোখের সাথে সহনশীল করে সেট করা।
  • দীর্ঘখন একাধারে মনিটরের দিকে তাকিয়ে থাকবেন না।
  • মাঝে মাঝে বিরতি দিয়ে কাজ করবেন এবং প্রতি ১ বা ২ ঘন্টা পর ১০ – ১৫ মিনিট বিশ্রাম নিবেন।
  • কিছু খন পর পর চোখ পিট পিট করুন এতে চোখ ভেজা থাকবে এবং চোখের মাংসপেশি বেশি কর্মক্ষম থাকবে।
  • মাঝে মাঝে চোখে ঠান্ডা পানির ঝাপ্টা দিন।
  • সাধারন লেখালেখির কাজ তেকে মুভিং ছবি যেমন ঃ গেম, ভিডিও, সিনেমা ইত্যাদি বেশি ইফেক্ট করে । এ ক্ষেত্রে টেলিভিশন মত দুরত বজায় রাখুন।
  • অশ্লীল ছবি দর্শনে স্নায়ুর উত্তেজনার সাথে সাথে চোখের উপর এও প্রচুর চাপ পরে। তাই এসব পরিহার করুন ।
  • সর্বদা ভালো মানের মনিটর ব্যবহার করার চেস্টা করুন ।
  • কম্পিউটারে গেমখেলা বন্ধ করুন , না খেলাই ভালো ।
  • অনর্থক কম্পিউটারে কাজ করা বন্ধ করুন ।
  • চোখের বিভিন্ন সমস্যা হলেই একজন ভালো ডাক্তারের শরনাপন্ন হন।
  • এবং বছরে একবার হলেও চোখের ডাক্তার দেখান

kevin clip image008 শরীর সুস্থ রেখে কম্পিউটার এর কাজ করুন (পর্ব ১ ) | Techtunes

চোখের ব্যায়ামঃ

সব সময় সম্ভব না হলেও মাঝে মাঝে নিচের ব্যায়াম করার চেস্টা করবেন

  • মাথা এবং কাধ সোজা করে ২টি চোখকে একবার ডানের দিকে একবার বামের দিকে ঘুরান। এভাবে কয়েকবার ঘুরিয়ে ১০ সেকেন্ড ধরে পিট পিট করুন।
  • মাথা এবং কাধ সোজা করে চোখের মনি কবার উপরে তূলুন এবং নিচে নামান। এভাবে কয়েকবার ঘুরিয়ে ১০ সেকেন্ড ধরে পিট পিট করুন।
  • মাথা এবং কাধ সোজা করে চোখের মনি ঘরির কাটার দিকে এবং বিপরীতে ঘুরান ।

2268 erika times four শরীর সুস্থ রেখে কম্পিউটার এর কাজ করুন (পর্ব ১ ) | Techtunes

আজ এ পর্যন্ত । আপনাদের যদি ভালো লাগে তবে কমেন্ট করবেন , তাহলে পরের টিউন হাত , ঘাড় , পা ইত্যাদি সম্পর্কে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।

টিউন্ টি প্রথম এ এখানে প্রকাশিত

বুধবার, ১৩ জানুয়ারী, ২০১০

আপনার ব্লগ কে কপি হয়া থেকে রক্ষা করার ছোট্ট একটা ট্রিক

আমাদের কম বেশি সবাইরে একটি করে ব্লগ আছে আপনি এই ব্লগ বিভিন্ন লেখা লেখি থাকি কিন্তু দেখা যায় আপনার এই মুল্যবান লেখা কপি হয়ে যায় আপনি ছোট্ট একটি ট্রিক দিয়ে এ কপি হয়া বন্ধ করতে পারেন কিভাবে করবেন নিম্নে ধাপে ধাপে দেয়া হল
  • ১ম এ আপনি আপনার ব্লগ এ Login করুন ।
  • তারপর Layout > Edit html এ কিল্কি করুন।

 আপনার ব্লগ কে কপি হয়া থেকে রক্ষা করার ছোট্ট একটা ট্রিক ( ব্লগার টিটোরিয়াল ৪)  | Techtunes

  • এবার নিম্নের দেয়া কোড টি Find করে বের করুন। কোড টি না পেলে মজ়িলার সম্পাদনা > অনুসন্ধান মেনু ব্যবহার করতে পারেন।


 আপনার ব্লগ কে কপি হয়া থেকে রক্ষা করার ছোট্ট একটা ট্রিক ( ব্লগার টিটোরিয়াল ৪)  | Techtunes

  • এবার কোড টি পেলে নিম্নে দেয়া কোড টি replace করুন ।




  • এবার সেভ টেম্পেলেটস এ কিল্কি করুন ।

সোমবার, ১১ জানুয়ারী, ২০১০

সফটওয়্যার দিয়ে আপনার ড্রাইব এর আইকন পরিবর্তন করুন

আপনারা হয় ত সবাই জানেন কিভাবে ড্রাইব এর আইকন পরিবর্তন করে , কিন্তু আপনি ইচ্ছা করলেই ছোট software দিয়ে আপনার ড্রাইব এর আইকন পরিবর্তন ও আপনার ড্রাইব লুকাতে পারবেন । এই software টি মাত্র ১ মেগাবাইটের।

my com

  • ১ম এ software টি এখান থেকে ডাউনলোড করুন।
  • তারপর রান করুন ।
  • এবার আপনার পসন্দের আইকন টি নিচে দেয়া চিত্রের ন্যায় ড্রাগ করুন ।

mY D

  • এবার আপনি যদি কোন ড্রাইব হাইড করতে চান , তাহলে পাশে ফাকা বক্স এ টিকচিনহ দিয়ে Apply Changes বাটাওনে কিল্কি করুন।
  • ব্যস কাজ শেষ , এবার কম্পিউটার রিস্টাট নিয়ে চালু হবে ।