এ ব্লগ এর লেখা এখানে লেখা হয়। সকল নতুন পোস্ট ও টিউটোরিয়াল এখানে পাবেন।

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০০৯

কম্পিউটার বিজ্ঞানের তিন জন মহামানব

সবাইকে ইংরেজী নববর্ষ এর শুভেচ্ছা । আজ আমি যে টিউন টা করবো এটা হয়ত কার উপকারে আসবে না ,তবে এ থেকে কিছু তথ্য হয় ত পেতে পারেন । আজ আমি কয় একজন মহামানবের সাথে আপনাদের পরিচয় করে দিবো যাদের জন্য হয় আজ আমি টেকটিউনস এ টিউন করতে পারছি এবং আপনারা টিউন পড়তে পারছেন। ১ম আমি যে ব্যক্তি তার নাম বলবো তিনি হলে

আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ

চার্লস ব্যাবেজ (২৬শে ডিসেম্বর, ১৭৯১—১৮ই অক্টোবর, ১৮৭১) একজন ইংরেজ গণিতবিদ। তাঁকে কম্পিউটারের জনক হিসাবে অভিহিত করা হয়। তিনি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালাইটিকাল ইঞ্জিন নামের দুইটি যান্ত্রিক কম্পিউটার তৈরী করেন। তাঁর তৈরি অ্যানালাইটিকাল ইঞ্জিন যান্ত্রিকভাবে গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারত এবং এর বিভিন্ন বৈশিষ্ট্য আজকের কম্পিউটারের ডিজাইনে এখনও গুরুত্বপূর্ণ। অর্থায়নের অভাবে ব্যাবেজ তাঁর প্রকল্পটি সম্পূর্ণ করতে পারেননি।

CharlesBabbage কম্পিউটার বিজ্ঞানের তিন জন মহামানব | Techtunes

আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ

এবার যে ব্যক্তি তার নাম বলবো তিনি

ইমেইল সিস্টেম জনক রে টমলিনসন

রে টমলিনসন (জন্ম ১৯৪১ ) ১৯৭০ সালের দিকে নেটেনক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে লোকাল ইমেইল সিস্টেম উদ্ভাবন করেন যা SNDMSG এবং READMAIL হিসেবে নামকরন করা হয়। ১৯৭১ এর দিকে তিনি পুনরায় আরপানেট উপযোগী একটি ইমেইল সিস্টেম উদ্ভাবন করেন। তিনই প্রথম ইমেলের প্রাপপকে চিহিৃত করার জন্য @ সিম্বল ব্যবহার করেন যা বর্তমান ইমেইল সিস্টেমে ব্যবহার হয়ে থাকে।

এর পরবর্তি সময় থেকে ক্রমান্বয়ে MAIL, MLFL, RD, NRD, WRD, MSG, MMDF ও Send Mail সহ বিভিন্ন মেইলিং সিস্টেম ও স্টান্ডার্ড উদ্ভাবিত হয়।

1971 tomlinson12 কম্পিউটার বিজ্ঞানের তিন জন মহামানব | Techtunes

ইমেইল সিস্টেম জনক রে টমলিনসন

এবার যে ব্যক্তি তার নাম বলবো তিনি

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) জনক স্যার টিম বার্নার্স-লি

স্যার টিম বার্নার্স-লি (জন্ম জুন ৮, ১৯৫৫) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের ডিরেক্টর।১৯৮৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন এই কর্মরত অবস্থায় স্যার টিম বার্নার্স-লি ওয়ার্লড ওয়াইড ওয়েব তৈরি করেন। সেটা থেকে শুরু করে ওয়েবের উন্নতিসাধনে তিনি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছেন। উদাহরণস্বরূপ, তিনি মার্কআপ ল্যাঙ্গুয়েজ তৈরিতে ভূমিকা রাখেন যার মাধ্যমে ওয়েবপেজ অলঙ্করণ বা কম্পোজ করা হয়। সাম্প্রতিক সময়ে তিনি সেমান্টিক ওয়েব তৈরিতেও উত্সাহ প্রদান করেছেন।

Tim Berners Lee কম্পিউটার বিজ্ঞানের তিন জন মহামানব | Techtunes

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) জনক স্যার টিম বার্নার্স-লি

তথ্যসুত্র : উইকিপিডিয়া

বুধবার, ৩০ ডিসেম্বর, ২০০৯

পৃথিবীর বৃহওম যাত্রীবাহি জাহাজ MS Oasis of the Seas

টাইটানিক , আর এম এস কুইন মেরি ২ যাত্রীবাহি জাহাজ চেয়েও এখন বৃহওম যাত্রীবাহি জাহাজ MS Oasis of the Seas । এটি টাইটানিকের চেয়ে ৫গুন ও আর এম এস কুইন মেরি ২ দুইগুন বড় । এটির ফিনল্যান্ডের টু্রকুতে অবস্থিত এস টি এক্স ইউরোপ শিপইয়াওর্ডের নিওর্মিত এ জাহাজটির মালিক রয়েল ক্যারাবিয়ারন ইন্টারনেশনাল । এ টি নির্মান কাজ শুরু হয় ১২ নভেম্বর ২০০৭ , আর কাজ শেষ হয় ২৮ অক্টোবর ২০০৯ । এবং এটি পরিক্ষামুলক ভাবে ৩০ অক্টোবর ২০০৯ ১ম সমুদ্রে নামে । ২১ দিন পর ২০নভেম্বর ২০০৯ এটি যুক্তরাস্টে এর ফ্লোরিডার পোট এভারগ্লেডসে পৌছায়। এটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ৫ ডিসেম্বর ২০০৯। Oasis of the Seas%2C October 30 2009 পৃথিবীর বৃহওম যাত্রীবাহি জাহাজ MS Oasis of the Seas | Techtunes

সংক্ষিপ্ত পরিচিতি

  • নাম : MS Oasis of the Seas ।
  • দৈর্ঘ্য: ১১৮৭ ফুট ।
  • প্রস্থ : ২০৮ ফুট ।
  • উচ্চতা : পানির উপর ২৩৬ ফুট আর পানির নিচে ৭৪ ফুট।
  • ওজন : ২,২৫,২৮২ টন ।
  • ব্যয় : ১০০ কোটি ইউরো বা ১২০ কোটি ডলার ।
  • গতি : ২২.৬ নটিক্যাল মাইল।
  • যাত্রি ধারন ক্ষ্মমতা :৬২৯৬ জন
  • ক্রু সংখ্য : ২১৬৫ জন (৬৫টি দেশের ) ।

MS Oasis of the Seas Stern পৃথিবীর বৃহওম যাত্রীবাহি জাহাজ MS Oasis of the Seas | Techtunes

জাহাজ টিতে যা যা আছে

এ জাহাজ টি হল ২০তলা , এতে রয়েছে ১৬টি ডেক , ২৪টি যাত্রীবাহী এলিবেটর , ৭০০টি কেবিন , ৪টি সুইমিং পুল , টেনিস ,ভলিবল্‌ , বাস্কেটবল কোর্ট , আর রয়েছে ছোট আকারে একটি গোলফ কোর্ট।

oasis pool পৃথিবীর বৃহওম যাত্রীবাহি জাহাজ MS Oasis of the Seas | Techtunes

এসারা ছোট বাচ্চাদের জন্য আছে নার্সারি , তরুন দের জন্য আছে থিম পার্ক ।

article 0 06FF07CD000005DC 500 634x423 পৃথিবীর বৃহওম যাত্রীবাহি জাহাজ MS Oasis of the Seas | Techtunes

এবং চারিদিকে গ্যালারি বেস্টিত সুবিশাল মাঠ এবং বরফ বেস্টিত মাঠ ।

1213879888 পৃথিবীর বৃহওম যাত্রীবাহি জাহাজ MS Oasis of the Seas | Techtunes

তথ্যসুত্র : উইকিপিডিয়া

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০০৯

সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো)

আজ হঠাৎ সাপ সর্ম্পকে জানার ইচ্ছা হল , তাই বিভিন্ন ওয়েব সাইট ঘেটে কিছু তথ্য পেলাম । এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।

সাপ কি :

সাপ বা সর্প হাতপাবিহীন এক প্রকার সরীসৃপ। বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস অনুযায়ী, Animalia (প্রাণী) জগতের, Chordata (কর্ডটা) পর্বের, Vertebrata (মেরুদণ্ডী) উপপর্বের, Sauropsida (সরোপ্সিডা) শ্রেণীর (শল্ক বা আঁশযুক্ত), Squamata (স্কোয়ামান্টা) বর্গের, Serpentes (সার্পেন্টেস) উপবর্গের সদস্যদের সাপ বলে অভিহিত করা হয়।অ্যান্টার্কটিকা ছাড়া সকল মহাদেশেই সাপের উপস্থিতি দেখা যায়। এখন পর্যন্ত যতোদূর জানা যায়, সাপের সর্বমোট ১৫টি পরিবার, ৪৫৬টি গণ, এবং ২,৯০০টিরও বেশি প্রজাতি রয়েছে। এদের আকার খুব ছোট, ১০ সে.মি. (থ্রেড সাপ) থেকে শুরু করে সর্বচ্চো ২৫ ফুট বা ৭.৬ মিটার (অজগর ও অ্যানাকোন্ডা) পর্যন্ত হতে পারে। সম্প্রতি আবিষ্কৃত টাইটানওবোয়া (Titanoboa) সাপের জীবাশ্ম প্রায় ১৩ মিটার বা ৪৩ ফুট লম্বা। বিষধরদের জন্য বিখ্যাত হলেও বেশীরভাগ প্রজাতির সাপ বিষহীন এবং যেগুলো বিষধর সেগুলোও আত্মরক্ষার চেয়ে শিকার করার সময় বিভিন্ন প্রাণীকে ঘায়েল করতেই বিষের ব্যবহার বেশি হয়। কিছু মারাত্মক বিষধর সাপের বিষ মানুষের মারাত্মক স্বাস্থ্যঝুকি বা মৃত্যুর কারণ ঘটায়।

ujjalmcblog 1214821129 1 austin stevens সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো) | Techtunes

সর্পদংশন :


637372216 a16d1f540f o সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো) | Techtunes

সাপ প্রকৃতপক্ষে মানুষ শিকার করে না এবং সাপকে কোনো কারণে উত্তেজিত করা না হলে বা সাপ আঘাতগ্রস্থ না হলে তারা মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। ব্যাতিক্রম ছাড়া কনস্ট্রিক্টর ও বিষহীন সাপগুলো মানুষের জন্য কোনো হুমকি নয়। বিষহীন সাপের কামড় মানুষের জন্য ক্ষতিকর নয়, কারণ তাদের দাঁত মূলত কোনো কিছ আঁকড়ে ধরা ও ধরে রাখার মতো। বর্ষার পানি মাটির গর্তে ঢুকলে বেঁচে থাকার জন্য সাপ বের হয়ে আসে এবং মানুষকে দংশন করতে পারে। বিষধর সাপ দংশনের লক্ষণগুলো হচ্ছে­ বমি, মাথাঘোরা, কামড়ানোর স্খানে ফোলা, রক্তচাপ কমে যাওয়া, চোখে ডাবল দেখা, ঘাড়ের মাংসপেশী অবশ হয়ে ঘাড় পেছনের দিকে হেলে পড়া। এমন হলে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে। হাসপাতালে নেয়ার আগে আক্রান্ত জায়গা নাড়াচাড়া করা যাবে না। হাত বা পায়ে কামড় দিলে হাতের পেছনের দিকে কাঠ বা বাঁশের চটা বা শক্ত জাতীয় কিছু জিনিস রেখে শাড়ির পাড় বা পরিষ্কার কাপড় দিয়ে স্প্লিন্ট তৈরি করে বেঁধে দিতে হবে। আক্রান্ত জায়গা কাপড় দিয়ে মুড়িয়ে দিতে হবে। লক্ষ রাখবেন বেশি টাইট করে বাঁধা যাবে না। বাঁধলে রক্ত সরবরাহ ব্যাহত হয়ে গ্যাংগ্রিন হতে পারে। বিষ শিরা দিয়ে নয়, লসিকাগ্রন্থি দিয়ে শরীরে ছড়ায়। সাপে কাটা রোগীকে ওঝা-বৈদ্য বা কবিরাজ না দেখিয়ে বিজ্ঞানসম্মত আধুনিক চিকিৎসার জন্য নিকটস্খ হাসপাতালে নিয়ে যান। আক্রান্ত জায়গায় কাঁচা ডিম, চুন, গোবর কিছুই লাগাবেন না। এতে সেল্যুলাইটিস বা ইনফেকশন হয়ে রোগীর জীবনহানি ঘটতে পারে।

Snake bite symptoms সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো) | Techtunes

পৃথিবীর ১০ টি ভয়ংকর সাপ :

723595471 29a26a9a5e o সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো) | Techtunes

১নং : তাইপান সাপ (Taipan sanek ) :

এ টি পৃথিবীর ১ নাম্বার ভয়ংকর সাপ।তাইপান সাপ সাধারনত ওলিভ ও ব্রাউন রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১.৮ থেকে ৩.৫ মিটার লম্বা হয়ে থাকে। এটি সবচেয়ে বেশি অস্টলিয়ায় পাওয়া যায়।

723579425 7b72021179 সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো) | Techtunes

চিএ :Taipan sanek

২নং : কমেন ক্রাইট (comman krait) :

এ টি পৃথিবীর ২ নাম্বার ভয়ংকর সাপ।এটি সাধারনত কালো রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ৯০ সে.মি থেকে ১.৫ মিটার লম্বা হয়ে থাকে। এটি ভারত , সিলংকা ও পাকিস্থানে পাওয়া যায়।

723579433 e518c14690 o সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো) | Techtunes

চিএ :comman krait

৩নং : ফিলিপাইনি কোবড়া ( philippne cobra) :

এ টি পৃথিবীর ৩ নাম্বার ভয়ংকর সাপ।এটা সাধারনত ব্রাউন রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১০০ সে মি মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি ফিলিপাইনে পাওয়া যায়।

723579445 e8adf578a9 সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো) | Techtunes

চিএ :philippne cobra

৪নং : কিং কোবড়া ( king cobra ) :

এ টি পৃথিবীর ৪ নাম্বার ভয়ংকর সাপ।কিং কোবড়া সাধারনত ব্লাক , গ্রিন , ব্রাউন রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ৩.৫ মিটার থেকে ৫.৫ মিটার লম্বা হয়ে থাকে। এটি ভারত, চিন , ফিলিপাইনে , মালোইসিয়া পাওয়া যায়।

723579451 ad5ad5abdf সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো) | Techtunes

চিএ :king cobra

৫নং : রুসেলস ভিপার (Russell Viper) :

এ টি পৃথিবীর ৫ নাম্বার ভয়ংকর সাপ।এটি সাধারনত ব্লাক , ব্রাউন রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১ মিটার থেকে ১.৫ মিটার লম্বা হয়ে থাকে। এটি সুইডেন্‌ , সিলংকা, ভারত, চিন , ফিলিপাইনে , মালোইসিয়া পাওয়া যায়।

723579467 1643376f63 সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো) | Techtunes

চিএ :Russell Viper

৬নং : ব্লাক মাম্বা (Black Mamba) :

এ টি পৃথিবীর ৬ নাম্বার ভয়ংকর সাপ।এটি সাধারনত কালো রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ৪.৫ মি মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি আফ্রিকায় পাওয়া যায়।

723579677 2e78c2cc44 o সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো) | Techtunes

চিএ : Black Mamba

৭নং : বথ্রপ্স এসপার (Bothrops Asper ) :

এ টি পৃথিবীর ৭ নাম্বার ভয়ংকর সাপ।এটি সাধারনত কালো , ব্রাউন রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১.৪ থেকে ২.৪ মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি সুইডেন , মেক্সিকো, দক্ষিন আফ্রিকায় পাওয়া যায়। এটি দেহের যে জায়গায় দংশন করে সে জায়গা পচে যায়।

723595417 306d9900e6 o সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো) | Techtunes

tissue destruction snakebite সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো) | Techtunes

বথ্রপ্স এসপার (Bothrops Asper ) এর দংশনে এ ছেলে পচে যায়া পা

চিএ : Bothrops Asper

৮নং : মাল্টিবেন্ডেড ক্রাইট (Multibanded Krait) :

এ টি পৃথিবীর ৮ নাম্বার ভয়ংকর সাপ।এটি সাধারনত কালো রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১.৮ মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি সুইডেন , চিন ।ফিজি পাওয়া যায়।

723595433 f44bfbb186 o সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো) | Techtunes

চিএ : Multibanded Krait

৯ নং টাইগার সাপ (Tiger Snake)

এ টি পৃথিবীর ৯ নাম্বার ভয়ংকর সাপ। এটি সাধারনত হলুদ বা অলিভ রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১.২ থেকে ১.৮ মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি অস্টলিয়া , গ্রিস , পাওয়া যায়।

723595445 d47a02debb সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো) | Techtunes

চিএ : Tiger Snake

১০ নং জারারাকুসু (Bothrops Jarararcussu )

এ টি পৃথিবীর ১০ নাম্বার ভয়ংকর সাপ। এটি সাধারনত লাইট বা কালো সবুজ মিশ্রত রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ৩ মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি আর্জেন্টিনা , ব্রাজিল , পেরাগুয়ে তে বেশি পাওয়া যায়।

723595457 ac484d53ff o সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন (যাদের হার্ট দূর্বল তাদের না দেখাই ভালো) | Techtunes

চিএ :Bothrops Jarararcussu

তথ্যসুএ : উকিপিডিয়া , ও বিভিন্ন ওয়েব সাইট

সবাইকে যদি টিউন টা ভালো লাগে মন্তব্য করে জানাবেন।

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০০৯

ভালোবাসার একটি আশ্চর্য্য নিদর্শন

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়,বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায়না। আর এই ভালোবাসা জন্যই মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী আরজুমান্দ বানু জন্য তৈরী করেন আশ্চর্য্য নিদর্শন ।

তাজ মহল ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মুমতাজ মহল নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন।। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ১৬৪৮ খ্রিস্টাব্দে। সৌধটির নকশা কে করেছিলেন এ প্রশ্নে অনেক বিতর্ক থাকলেও, এ পরিষ্কার যে শিল্প-নৈপুন্য সম্পন্ন একদল নকশাকারক ও কারিগর সৌধটি নির্মাণ করেছিলেন যারা উস্তাদ আহমেদ লাহুরীর সাথে ছিলেন, যিনি তাজ মহলের মূল নকশাকারক হওয়ার প্রার্থীতায় এগিয়ে আছেন। তাজ মহলকে (কখনও শুধু তাজ নামে ডাকা হয়) মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণশৈলীতে পারস্য, তুর্কী, ভারতীয় এবং ইসলামী স্থাপত্যেশিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গোম্বুজাকৃতি রাজকীয় সমাধীটিই বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখন্ড স্থাপত্য। এটি ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। তখন একে বলা হয়েছিল ।

Taj1 ভালোবাসার একটি আশ্চর্য্য নিদর্শন। | Techtunes

তাজ মহল

মুঘল সম্রাট শাহজাহান এর স্ত্রী আরজুমান্দ বানু বেগম এর পরিচিতি :

মুমতাজ মহল সাধারন ডাকনাম আরজুমান্দ বানু বেগম , যিনি ভারতের আগ্রায় ১৫৯৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জন্মগ্রহন করেন। তার পিতা ছিলেন পারস্যের মহানুভব আবদুল হাসান আসাফ খান, যিনি সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূর জাহানের ভাই। মুমতাজ ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন। তার বিয়ে হয়েছিল মাত্র ১৯ বছর বয়সে মে ১০, ১৬১২ খ্রিস্টাব্দে যুবরাজ খুর্‌রম এর সাথে, যিনি পরবর্তীতে মুঘল সম্রাট শাহ জাহান (প্রথম) নামে তাখ্‌ত ই তাউস বা ময়ূর সিংহাসনে বসেন। মুমতাজ শাহ জাহানের দ্বিতীয় স্ত্রী ছিলেন এবং তিনি শাহ জাহানের পছন্দের ছিলেন। মুমতাজ মৃত্যুবরণ করেন ডেক্কান বর্তমানে মধ্যপ্রদেশের অন্তর্গত বুরহানপুরে জুন ১৭, ১৬৩১ খ্রিস্টাব্দে তার চতুর্দশ সন্তান জন্মদানের সময়, এক কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন নাম রাখা হয়েছিল গৌহর বেগম। মৃত্যুর পর মুমতাজকে সমাহিত করা হয়েছিল আগ্রার তাজ মহলে।

Mughal painting2 ভালোবাসার একটি আশ্চর্য্য নিদর্শন। | Techtunes

আরজুমান্দ বানু বেগম ,আঁকা ছবি

মুঘল সম্রাট শাহজাহান এর পরিচিতি :

  • জন্মের সময় রাখা নাম : গিয়াস-উদ্দিন মুহাম্মদ
  • পারিবারিক নাম : তীমুরীয়
  • উপাধী : মুঘল সম্রাজ্যের সম্রাট
  • জন্ম : জানুয়ারি ৫, ১৫৯২
  • জন্মস্থান : লাহোর
  • মৃত্যু : জানুয়ারি ২২, ১৬৬৬
  • মৃত্যুস্থান : আগ্রা
  • সমাধী : তাজ মহল
  • উত্তরাধিকারী : আওরঙ্গজেব

Shahjahan on globe ভালোবাসার একটি আশ্চর্য্য নিদর্শন। | Techtunes

“ভূ-গোলকের উপর শাহ জাহান” স্মিথসোনিয়ান ইনস্টিটিউট থেকে নেওয়া ।

তাজ মহল তৈরীর সূচনা :

১৬৩১ খ্রিস্টাব্দে শাহ জাহান, যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন। তার দ্বিতীয় স্ত্রী মুমতাজ মহল এর মৃত্যুতে প্রচন্ড ভাবে শোকাহত হয়ে পড়েন। মুমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন । তাজ মহলের নির্মাণ কাজ মুমতাজের মৃত্যুর খুব শীঘ্রই শুরু হয়। মূল সমাধিটি সম্পূর্ণ হয় ১৬৪৮ খ্রিস্টাব্দে এবং এর চারদিকের ইমারত এবং বাগান আরও পাঁচ বছর পরে তৈরি হয় ।

নির্মাণ :

তাজ মহল দেয়াল ঘেরা আগ্রা শহরের দক্ষিণ অংশের একটি জমিতে তৈরি করা হয়েছিল যার মালিক ছিলেন মহারাজা জয় শিং। শাহজাহান তাকে আগ্রার মধ্যখানে একটি বিশাল প্রাসাদ দেওয়ার বদলে জমিটি নেন। তাজ মহলের কাজ শুরু হয় সমাধির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে। প্রায় ৩ একর জায়গাকে খনন করে তাতে আলগা মাটি ফেলায় হয় নদীর ক্ষরণ কমানোর জন্য। সম্পূর্ণ এলাকাকে নদীর পাড় থেকে প্রায় ৫০ মিটার উঁচু করা সমান করা হয়। তাজ মহল ৫৫ মিটার লম্বা। সমাধিটি নিজে ব্যাসে ১৮ মিটার এবং উচ্চতায় ২৪ মিটার।

ভিত্তি আর সমাধি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় ১২ বছর। পুরো এলাকার বাকি অংশগুলো নির্মাণ করতে লেগেছিল আরও ১০ বছর। (যেহেতু চত্তর এলাকাটি কয়েকটি ভাগে নির্মিত হয়েছিল তাই তৎকালী ইতিহাস লেখকগণ নির্মাণ শেষের বিভিন্ন তারিখ উল্লেখ করেন। যেমন সমাধিটির কাজ শেষ হয়েছিল ১৬৪৩ খ্রিস্টাব্দে, কিন্তু বাকি অংশগুলোর কাজ তখনও চলছিল।

TajPlanMughalGardens ভালোবাসার একটি আশ্চর্য্য নিদর্শন। | Techtunes

তাজ মহলের মেঝের বিন্যাস

Taj From Agra Fort ভালোবাসার একটি আশ্চর্য্য নিদর্শন। | Techtunes

আগ্রার কেল্লা থেকে তাজ মহল দেখা যাচ্ছে

কারিগর , মালামাল সামগ্রী, উপাদান ও খরচ :

তাজ মহল কোন একজন ব্যক্তির দ্বারা নকশা করা নয়। এ ধরণের প্রকল্পে অনেক প্রতিভাধর লোকের প্রয়োজন।বিভিন্ন উৎস থেকে তাজ মহল নির্মাণ কাজে যারা অংশ নিয়েছিলেন তাদের বিভিন্ন নাম পাওয়া যায়।

  • পারস্যদেশীয় স্থপতি, ওস্তাদ ঈসা; চত্তরের নকশা করার বিশেষ ভূমিকায় অনেক স্থানেই তার নাম পাওয়া যায় ।
  • পারস্য দেশের (ইরান) বেনারসের ‘পুরু’; ফারসি ভাষার এক লেখায় তাকে তত্ত্ববধায়ক স্থপতি হিসেবে উল্লেখ করেছে।
  • বড় গম্বুজটির নকশা করেছিলেন ওত্তোমান সম্রাজ্য থেকে আসা ইসমাইল খাঁন , যাকে গোলার্ধের প্রথম নকশাকারী এবং সে যুগের একজন প্রধান গম্বুজ নির্মাতা মনে করা হয়।
  • কাজিম খাঁন, লাহোরের বাসিন্দা, বড় গম্বুজের চূড়ায় যে স্বর্ণের দন্ডটি ছিল, তিনি তা গড়েছিলেন।
  • চিরঞ্জিলাল, একজন পাথর খোদাইকারক যিনি দিল্লী থেকে এসেছিলেন; প্রধান ভাস্কর ও মোজাইকারক হিসেবে নেওয়া হয়েছিল ।
  • পারস্যের (সিরাজ, ইরান) আমানত খাঁন, যিনি প্রধান চারুলিপিকর (তার নাম তাজ মহলের প্রবেশপথের দরজায় প্রত্যায়িত করা আছে, সেখানে তার নাম পাথরে খোদাই করে লেখা আছে)
  • মোহাম্মদ হানিফ রাজমিস্ত্রিদের তত্ত্বাবধায়ক ছিলেন ।
  • সিরাজ, ইরান থেকে মীর আব্দুল করিম এবং মুক্কারিমাত খাঁন, যারা ব্যবস্থাপনা ও আর্থিক দিকগুলো সামাল দিতেন ।

মালামাল সামগ্রী ও উপাদানঃ

তাজ মহল তৈরি হয়েছে সাড়া এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে। নির্মাণ কাজ্রে সময় ১,০০০ এর ও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য। আলো-প্রবাহী অস্বচ্ছ সাধা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে, ইয়াশ্‌ব্‌- লাল, হলুদ বা বাদামী রঙের মধ্যম মানের পাথর আনা হয়েছেল পাঞ্জাব থেকে। চীন থেকে আনা হয়েছিল ইয়াশ্‌ম্‌- কঠিন, সাধা, সবুজ পাথর, স্ফটিক টুকরা। তিব্বত থেকে বৈদূর্য সবুজ-নীলাভ (ফিরোজা) রঙের রত্ন এবং আফগানিস্তান থেকে নীলকান্তমণি আনা হয়েছিল। নীলমণি- উজ্জ্বল নীল রত্ন এসেছিল শ্রীলঙ্কা এবং রক্তিমাভাব, খয়রি বা সাধা রঙের মূল্যবান পাথর এসেছিল আরব থেকে। এ ধরণের আটাশ ধরনের মূল্যবাদ এবং মহামূল্যবান পাথর সাদা মার্বেল পাথরেরে উপর বসানো রয়েছে।

খরচঃ

তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা কঠিন ও কিছু সমস্যার কারণে তাজ মহল নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসাবে কিছুটা হেরফের দেখা যায়। তাজ মহল নির্মাণে তৎকালীন আনুমানিক ৩২মিলিয়ন রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয়। কিন্তু শ্রমিকের খরচ, নির্মাণে যে সময় লেগেছে এবং ভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য অনেক, একে অমূল্য বলা হয়।

অলঙ্করণ পাথরের খোদাই :


TajJaliArch ভালোবাসার একটি আশ্চর্য্য নিদর্শন। | Techtunes

জালির চাপ, স্মৃতিস্তম্ভের প্রবেশপথে

TajJaliPiercwork ভালোবাসার একটি আশ্চর্য্য নিদর্শন। | Techtunes

সূক্ষ ছেদ করা কারুকাজ

TajJaliInlay ভালোবাসার একটি আশ্চর্য্য নিদর্শন। | Techtunes

কারুকাজ

পর্যটনকেন্দ্র :

তাজ মহলের নির্মাণের পর থেকেই তাজ মহল বহু পর্যটককে আকর্ষিত করেছে। এমনকি তাজ মহলের দক্ষিণ পাশে ছোট শহর তাজ গঞ্জি বা মুমতাজাবাদ আসলে গড়ে তোলা হয়েছিল পর্যটকদের জন্য সরাইখানা ও বাজার তৈরির উদ্দেশ্যে যাতে পর্যটক এবং কারিগরদের চাহিদা পূরণ হয় । বর্তমানে, তাজ মহলে ২ থেকে ৩ মিলিয়ন পর্যটক আসে যার মধ্যে ২,০০,০০০ পর্যটক বিদেশী, যা ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র। সবচেয়ে বেশি পর্যটক আসে ঠান্ডা মৌসুমে অক্টোবর, নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে। বায়ূ দূষণকারী যানবাহন তাজ মহলের কাছে আসা নিষিদ্ধ তাই পর্যটকদের গাড়ী রাখার স্থান থেকে পায়ে হেঁটে অথবা বৈদুতিক বাসে করে তাজ মহলে আসতে হয় । খাওয়াসপুরা গুলো পর্যটকদের জন্য পুনরায় চালু করা হয়েছে।

TajGardenWide ভালোবাসার একটি আশ্চর্য্য নিদর্শন। | Techtunes

রৈখিক চৌবাচ্চার পাশ দিয়ে হাটার রাস্তা

তথ্যসূএ : উইকিপিডিয়া

জানি না টিউন টি আপনাদের কেমন লাগলো , যদি ভালো লাগে বা টিউনটি সম্পর্কে কোন অভিযোগ থাকলে অবশ্যই মন্তব্য এর করে জানাবেন।

বুধবার, ২৩ ডিসেম্বর, ২০০৯

লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ট একসক্লুসিভ ওয়েব সাইট

আমরা বিভিন্ন কারনেই লোগো , ব্যানার ইত্যাদি তৈরি করে থাকি । এ গুলো সফটয়ার সারা যদি করা যেতে তাহলে ভালই হত তাই না। আজ আমি আপনাদের এমন ২০ টি ওয়েব সাইট এর ঠিকানা দিবো , যাদিয়ে আপনারা মজা মজা লোগো , ব্যানার তৈরি করতে পারবেন। নিন্মে ২০ টি ওয়েব সাইট এর লিস্ট দেয়া হল।

Cooltext

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.cooltext লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

123-banner

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.123 banner লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Flashvortex

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.flashvortex লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Logomaker

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.logomaker লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Logoease

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.logoease লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Logoyes

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.logoyes লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Flamingtext

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.flamingtext লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Freeflashlogos

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.freeflashlogos লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Simwebsol

 লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Thefreelogomakers

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.thefreelogomakers লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Instalogo

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.instalogo লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Logodesignengine

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.logodesignengine লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Bannersketch

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.bannersketch লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Bannerfans

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.bannerfans লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Bannerbreak

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fbannerbreak লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

3dtextmaker

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.3dtextmaker লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Abcbanners

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.abcbanners লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Animationonline

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.animationonline লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

Quickbanner

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.quickbanner লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

bannersnack

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.bannersnack লোগো বা ব্যানার ডিজাইন করার ২০ ওয়েব সাইট | Techtunes

আমার দেয়া এই সাইট গুলো দিয়ে কার একটু ও উপকার হলে আমার টিউন টি সার্থক হবে । সবাই ভালো থাকবেন