এ ব্লগ এর লেখা এখানে লেখা হয়। সকল নতুন পোস্ট ও টিউটোরিয়াল এখানে পাবেন।

বুধবার, ৩০ ডিসেম্বর, ২০০৯

পৃথিবীর বৃহওম যাত্রীবাহি জাহাজ MS Oasis of the Seas

টাইটানিক , আর এম এস কুইন মেরি ২ যাত্রীবাহি জাহাজ চেয়েও এখন বৃহওম যাত্রীবাহি জাহাজ MS Oasis of the Seas । এটি টাইটানিকের চেয়ে ৫গুন ও আর এম এস কুইন মেরি ২ দুইগুন বড় । এটির ফিনল্যান্ডের টু্রকুতে অবস্থিত এস টি এক্স ইউরোপ শিপইয়াওর্ডের নিওর্মিত এ জাহাজটির মালিক রয়েল ক্যারাবিয়ারন ইন্টারনেশনাল । এ টি নির্মান কাজ শুরু হয় ১২ নভেম্বর ২০০৭ , আর কাজ শেষ হয় ২৮ অক্টোবর ২০০৯ । এবং এটি পরিক্ষামুলক ভাবে ৩০ অক্টোবর ২০০৯ ১ম সমুদ্রে নামে । ২১ দিন পর ২০নভেম্বর ২০০৯ এটি যুক্তরাস্টে এর ফ্লোরিডার পোট এভারগ্লেডসে পৌছায়। এটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ৫ ডিসেম্বর ২০০৯। Oasis of the Seas%2C October 30 2009 পৃথিবীর বৃহওম যাত্রীবাহি জাহাজ MS Oasis of the Seas | Techtunes

সংক্ষিপ্ত পরিচিতি

  • নাম : MS Oasis of the Seas ।
  • দৈর্ঘ্য: ১১৮৭ ফুট ।
  • প্রস্থ : ২০৮ ফুট ।
  • উচ্চতা : পানির উপর ২৩৬ ফুট আর পানির নিচে ৭৪ ফুট।
  • ওজন : ২,২৫,২৮২ টন ।
  • ব্যয় : ১০০ কোটি ইউরো বা ১২০ কোটি ডলার ।
  • গতি : ২২.৬ নটিক্যাল মাইল।
  • যাত্রি ধারন ক্ষ্মমতা :৬২৯৬ জন
  • ক্রু সংখ্য : ২১৬৫ জন (৬৫টি দেশের ) ।

MS Oasis of the Seas Stern পৃথিবীর বৃহওম যাত্রীবাহি জাহাজ MS Oasis of the Seas | Techtunes

জাহাজ টিতে যা যা আছে

এ জাহাজ টি হল ২০তলা , এতে রয়েছে ১৬টি ডেক , ২৪টি যাত্রীবাহী এলিবেটর , ৭০০টি কেবিন , ৪টি সুইমিং পুল , টেনিস ,ভলিবল্‌ , বাস্কেটবল কোর্ট , আর রয়েছে ছোট আকারে একটি গোলফ কোর্ট।

oasis pool পৃথিবীর বৃহওম যাত্রীবাহি জাহাজ MS Oasis of the Seas | Techtunes

এসারা ছোট বাচ্চাদের জন্য আছে নার্সারি , তরুন দের জন্য আছে থিম পার্ক ।

article 0 06FF07CD000005DC 500 634x423 পৃথিবীর বৃহওম যাত্রীবাহি জাহাজ MS Oasis of the Seas | Techtunes

এবং চারিদিকে গ্যালারি বেস্টিত সুবিশাল মাঠ এবং বরফ বেস্টিত মাঠ ।

1213879888 পৃথিবীর বৃহওম যাত্রীবাহি জাহাজ MS Oasis of the Seas | Techtunes

তথ্যসুত্র : উইকিপিডিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন