আমি আজ যে সাকিট টি সাথে আপনাদের পরিচয় করে দিবো , এটি এক টি লাইট নির্ভরশীল র্সাকিট । এর উপর আলো পড়লে নিজে থেকে র্সাকিট অন হয়ে যায়। এ তে সেনসর হিসাবে এক টি ফটো ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। এখানে যে আইসি টি ব্যবহার করা হয়েছে এটি চার গেট বিশিস্ট নেন্ড গট আইসি। স্পিকারের সাথে যে ট্রানজিস্টার টি রয়েছে তা জোরাল টোনের জন্য ব্যবহার করা হয়েছে।পাওয়ার সাপ্লাই এর জন্য ৯ ভোল্টের ব্যাটারি অথবা ট্রান্সফরমার দিয়ে এডাপ্টার তৈরী করে নিতে হবে। নিচে parts list দেওয়া হলো।
Parts list:-
- রেজিস্টর -300k,15k,1k,220 ohms
- ট্রানজিস্টার -2N4403
- ডায়োড -1N4001
- ক্যাপাসিটর-.1mfd,2mfd,6.8mfd
- আইসি- CD-4011
- স্পিকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন