এ ব্লগ এর লেখা এখানে লেখা হয়। সকল নতুন পোস্ট ও টিউটোরিয়াল এখানে পাবেন।

শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০০৯

নিজেই তৈরী করেনি মিনি এফ এম ট্রান্সমিটার

এফ এম ট্রান্সমিটার শুনতে কার না ভালো লাগে । আর এটা যদি হয় আবার নিজের তৈরি তাহলে তো কোন কথাই নেই । আমি আজ আপনদের এমন একটি র্সাকিট এর সাথে পরিচয় করে দিবো , যা দিয়ে আপনি খুব সহজে একটি মিনি এফ এম ট্রান্সমিটার তৈরী করতে পারবেন।

র্সাকিট টি মাএ ২টি ট্রানজিস্টার দিয়ে তৈরী করা হয়েছে। এটি দিয়ে আপনি প্রায় ৪০০ মিটার দুরতের যেকোন এফ এম রিসিভারে ট্রান্সমিট করতে পারবেন। এখানে যে কয়েল টি ব্যবহার করা হয়েছে তা হল ২২নং ইনসুলেড কপার তার , এবং এটি আপনি ৮ থেকে১২ বার একটি পেনসিলে পেচিয়ে তৈরি করবেন। এখানে ৪ নং ব্যবহার করা হয়েছে ফ্রিকুয়েন্সি পরিবর্তনের জন্য। এটি ৯ ভোল্ট এর ডিসি সংযোগ দিতে হবে।

র্সাকিট ডায়াগ্রাম :

fm copy

যা যা লাগবে :

  • রেজিস্টর :(R1,R4,R6 = 10K , R2 = 1M , R3 = 100K , R5 = 100 ohm , R7 = 1K)
  • ক্যাপাসিটর :( C1,C2 = 0.1uF , C3 = 0.01uF , C4 = 4-40pF , C5 = 4.7pF)
  • ট্রানজিস্টার : ( Q1,Q2 = 2N3904)
  • ইন্ডাকটেন্স : (L1 = 0.1uH)
  • মাইক্র ফোন
  • কয়েল : ২২নং ইনসুলেড কপার তার
আর দেরি না করে এখনেই কাজ শুরু করে দেন

৪টি মন্তব্য: