এ ব্লগ এর লেখা এখানে লেখা হয়। সকল নতুন পোস্ট ও টিউটোরিয়াল এখানে পাবেন।

শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০০৯

Graphics Competition করে টাকা উপার্জন করুন ( ২য় পর্ব )

আগের পর্বে 99designs এ কিভাবে Graphics Competition করে সে সম্পর্কে আলোচনা করেছি ।এ পর্বে আপনাদের 99designs প্রতিযোগিতা প্রকার ভেদ ও logo/ডিজাইন কিভাবে সাবমিট করে আবার কিভাবে Widhraw করে সে সম্পর্কে আলোচনা করবো।

প্রতিযোগিতা প্রকার ভেদ :

সাইটে পুরষ্কার প্রদানের বিভিন্ন পদ্ধতির উপর ভিত্তি করে নিম্নলিখিত ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

  • প্রিপেইড প্রতিযোগিতা : এটি হচ্ছে সাইটটির স্ট্যান্ডার্ড একটি প্রতিযোগিতা যাতে আয়োজক পুরষ্কারের মূল্য প্রতিযোগিতা শুরুর পূর্বেই 99designs সাইটে জমা রাখে। প্রতিযোগিতা শেষে সাইটটি বিজয়ী ডিজাইনারকে অর্থ প্রদান করে থাকে। এ ধরনের প্রতিযোগিতায় আয়োজক কোন ডিজাইন পছন্দ না হলে প্রতিযোগিতা বাতিল করে অর্থ ফেরত নিতে পারে। প্রিপেইড প্রতিযোগিতার সময় হচ্ছে ৭ দিন। প্রতিযোগিতা শেষে আরো ৭ দিনের মধ্যে আয়োজক একজন ডিজাইনারকে বিজয়ী হিসেবে ঘোষণা করতে পারে অথবা কোন ডিজাইন পছন্দ না হলে প্রতিযোগিতা বাতিল করতে পারে।
  • গ্যারান্টেড প্রতিযোগিতা: গ্যারান্টেড প্রতিযোগিতা ডিজাইনারদের জন্য সবচেয়ে নিরাপদ একটি প্রতিযোগিতা যা বেশিরভাগ ডিজাইনারকে আকৃষ্ট করে ।এই পদ্ধতিতে প্রতিযোগিতা শেষে আয়োজক নিশ্চিতভাবে একজন ডিজাইনারকে বিজয়ী হিসেবে ঘোষণা করে এবং তার পুরষ্কারের মূল্য প্রদান করে। গ্যারান্টেড প্রতিযোগিতায় আয়োজক প্রতিযোগিতা বাতিল বা সাইটে জমা দেয়া অর্থ ফেরত নিতে পারে না।তবে ,পুরষ্কার প্রদানের পদ্ধতি প্রিপেইড প্রতিযোগিতার মতই।
  • ফাস্ট ট্র্যাক প্রতিযোগিতা: সাধারনত ১ থেকে ৩ দিন এই ধরনের প্রতিযোগিতা সময়ের জন্য আয়োজন করা হয়,। এই ধরনের প্রতিযোগিতার পুরষ্কারের মূল্য অন্যান্য ধরনের প্রতিযোগিতা থেকে বেশি হয়ে থাকে।

এ সারা আর কয় ধরনের প্রতিযোগিতা , যেমন : পে-অন-উইন প্রতিযোগিতা , প্রাইভেট প্রতিযোগিতা

99designs সম্পর্কে অনেক জানা গেলো এবার কিভাবে ডিজাইন/logo সাবমিট বা Widhraw করবেন তা নিয়ে আলোচনা করছি।

ডিজাইন/Logo সাবমিট :

১ম এ আপানাকে প্রজেক্ট বাছাই করতে হবে । এ পর Read the brief এ জান ,এর পর তারা যা চায় সেরকম logo/ডিজাইন তৈরি করেন। এর পর আপনি Submite a logo এ জান এবং আপনার তৈরি logo/ডিজাইন সাবমিট করুন।

www1 Graphics Competition করে টাকা উপার্জন করুন ( ২য় পর্ব ) | Techtunes

ডিজাইন/Logo Widhraw:

অনেক কারনে আপনার সাবমিট কৃত logo/ডিজাইন Widhraw করতে হতে পারে।যেমন : ডিজাইন/logo এর কালার, লেখা ইত্যাদি।

এ জন্য ১ম এ আপনাকে My account এ যেতে হবে। তার পর my contest এ যেতে হবে। তার পর যে ডিজাইন/logo Widhraw করতে চান তা সিলিক্ট করতে হবে । সিলিক্ট করলে ডিজাইন/logo টা Open হবে। ডিজাইন/logo গায়ে দেখবেন Widhraw লেখা দেখা যাবে এবার Widhraw তে কিল্কি করলে তা contest হতে বাদ হয়ে যাবে ।

শেষ পর্বে কিভাবে উইন করা যায় তার কিচ্ছু tip ও অর্থ কিভাবে তুলতে হয় তা নিয়ে আলোচনা করবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন