এ ব্লগ এর লেখা এখানে লেখা হয়। সকল নতুন পোস্ট ও টিউটোরিয়াল এখানে পাবেন।

রবিবার, ২০ ডিসেম্বর, ২০০৯

সাপ্লাই দিন ১২ ডিসি ভোল্ট আর আউটপুটে পান ১২০ এসি ভোল্ট

টেকটিউনস এ ইলেক্ট্রনিক্স বিভাগ থাখা সত্তেও ইলেক্ট্রনিক্স এর উপর তেমন একটা টিউন কেউ করে না , কিন্তু আমি জানি টেকটিউনস এর অনেক ভিজির এর ইলেক্ট্রনিক্স এর উপর বেশ আগ্রহ আছে। তাই আমি চিন্তা করাল এখানে ইলেক্ট্রনিক্স এর উপর কিছু টিউন করা উচিত। আমি চেস্টা করবো ইলেক্টনিক্স এর উপর ভালো মানের টিউন উপহার দেয়ার। আর কথা না বাড়িয়ে বরং কাজে আসা যাগ।

আজ আমি আপনাদের যে র্সাকিট টার সাথে পরিচয় করে দিবো , তা দিয়ে আপনি ইনপুটে ১২ ডিসি ভোল্ট প্রয়োগ করে আউটপুটে পাবেন ১২০ এসি ভোল্ট। যা দিয়ে আপনি টিভি সহ অনেক যন্ত্র পাতি চালাতে পারবে।

র্সাকিট ডায়াগ্রামঃ

inverter1 সাপ্লাই দিন ১২ ডিসি ভোল্ট আর আউটপুটে পান ১২০ এসি ভোল্ট | Techtunes

এখানে মাত্র ২ NPN Transistor ব্যবহার করা হয়েছে। এবং একটি 24V, Center Tapped Transformer লাগানো হয়েছে।

যা যা লাগবে :

  • ক্যাপাসিটর : C1, C2 – 68 uf, 25 V Tantalum Capacitor
  • রেজিস্টর : R1, R2 – 10 Ohm, 5 Watt , R3, R4 – 180 Ohm, 1 Watt
  • ডায়োড : D1, D2 – HEP 154 Silicon Diode
  • ট্রানজিস্টর : Q1, Q2 – 2N3055 NPN Transistor
  • ট্র্যান্সফরমার : T1 – 24V, Center Tapped Transformer
  • অন্যান্য : তার , কেস, Receptical (আউটপুটের জন্য)

আর বিস্তারত পাবেন এখানে

সবাই কে ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন