আমি আজ যে বিষয় টা নিয়ে টিউন করবো তা হল ভিজুয়াল বেসিক । প্রোগ্রামিং নিয়ে টেকটিউন্স এ তেমন বেশি টিউন হয় নি । তাই আমি সাহস করে ভিজুয়াল বেসিক নিয়ে পর্ব (১৫ পর্ব)আকারে টিউন করার চিন্তা করলাম ও ইতি মধ্যে প্রায় ৫ পর্বের মত লিখে ফেলেছি। তবে আমি বলে রাখতে চাই যে ভিজুয়াল বেসিক নিয়ে আমার কোন প্রাষ্ঠানিক শিক্ষা নেই , আমি বিভিন্ন ওয়েব সাইট ঘেটে ও ভিডিও টিউটরিয়াল দেখে ভিজুয়াল বেসিক শিখেছি , তাই কোন প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
বেসিক ভিবি জিইউআই – গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (G UI-graphical user interface) বা ব্যবহারকারীর জন্য দৃশ্যমান ব্যবহার ব্যবস্থার র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা র্যাড অ্যাপ্লিকেশন চালু করেছে। আর এই গ্রাফিকাল ইউজার ইন্টারফেসই হল ভিজুয়াল বেসিক ।
ভিজুয়াল বেসিক কি :
Visual অর্থ দৃশ্যমান এবং Basic অর্থ মৌ্লিক । অর্থ্যাৎ প্রোগ্রামের কোডের ধরন । ভিজুয়াল বেসিক (যাকে আমরা সংক্ষেপে ভিবি বা vb বলে থাকি ) একটি তৃতীয় প্রজন্মের ঘটনা চালিত প্রোগ্রামিং ভাষা এবং মাইক্রোসফটের “কম” বা কম্পোনেন্ট অবজেক্ট মডেল এর আইডিই (IDE – integrated development environment)। মাইক্রোসফট এই ভাষাকে বাজারে আনে পুরাতন বেসিক ভাষার উন্নত সংষ্করন হিসেবে। দৃশ্যমান বা গ্রাফিকাল বৈশিষ্ট্য এবং বেসিক ভাষার উত্তরাধিকার ভিবিকে তুলনামূলকভাবে সহজ়ে আয়ত্ত এবং ব্যবহার করার সুবিধা প্রদান করেছে । বর্তমানে এই ভাষাটি ভিজুয়াল বেসিক ডট নেট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আর জানতে ভিজিট দিস লিঙ্কবেসিক ভিবি জিইউআই – গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (G UI-graphical user interface) বা ব্যবহারকারীর জন্য দৃশ্যমান ব্যবহার ব্যবস্থার র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা র্যাড অ্যাপ্লিকেশন চালু করেছে। আর এই গ্রাফিকাল ইউজার ইন্টারফেসই হল ভিজুয়াল বেসিক ।
Visual Basic 2008 Express Edition
কেন ভিজুয়াল বেসিক শিখবেন :
ভিজুয়াল বেসিক কেন শিখবেন এটা একটা প্রশ্ন । আপনাদের যাদের প্রাগ্রামিং এর নেশা আছে তাদের জন্য ভিজুয়াল বেসিক ।- ভিজুয়াল বেসিক খুবেই সহজ ।
- ভিজুয়াল বেসিক এ আছে কিওয়ার্ড , ফাংশন এবং এস্টেট্মেন্ট যা অধিংশই গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI-graphical user interface) ।
- মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশ্ন সহজেই তৈরি করা যায়।
- অ্যাকটিভ এক্স কোন্ট্রল তৈরি সহজ ।
- বিভিন্ন গ্রাফিক্স ফাইল নিয়ে কাজ করা যায় ।
- .exe (অর্থ্যাৎ Executable file ) file এ অ্যাপ্লিকেশন সংরক্ষন করা সম্ভব ।
- এ সবচেয়ে বড় যে গুন এটার সাহায্যে Front End হিসাবে পরিচিত MS Acce8s x MS SQL ডাটা বেস এ্যাক্সেস করা যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন