সবাই কেমন আছেন , মনে হয় ভাল ।অনেক দিন পর টিউন করছি , আমার
Tuner Panel সমস্যা থাকার জন্য এত দিন টিউন করতে পারিনি এখন থেকে ইন্নসাআল্লাহ নিয়মিত টিউন করবো ।সবার একটা না একটা হবি থাকে , আমার হবি হল ইলেক্ট্রনিক্স ।ছোট বেলা এ জন্য বাবা মা এর অনেক বোকা খেয়েছি । বাসায় নতুন কোন ইলেক্ট্রনিক্স জিসিন আনলেই ওটাকে খুলে আমাকে দেখতে হবেই , অবশ্য এখন এসব জিনিস নিয়েই আমার পড়া শুনা । কথা মনে হয় একটু বেশি বলে ফেললাম। ত যাই হক , আজ আমি যে টিউন টা করতে যাচ্ছি তা হল একটি ইলেকট্রনিক্স বিষয় এর টিউন ।
আমার একটা বদ অভ্যস হল শুয়ে শুয়ে বই পড়া , আর সাথে কম্পিউটার এ উচ্চ ভলিওম এ গান শুনা । কিন্তু অনেক সময় হটাৎ কোন কারনে গান টার ভালো লাগছে না বা সাউন্ড টা একটু কম করার দরকার , এখন আপনাকে উঠে সাউন্ড বা ভলিওম কমাতে হবে , যা খুবেই বিরক্তকর । এখন অবশ্য অনেকে ওয়ালেস সিস্টেম মাউস , কিন্তু এটার দাম অনেক বেশি । আপনি ইচ্ছা করলেই খুব সহজেই বাসায় বসে একটি ইনফ্রারেড রিমোট কন্ট্রোল রিসিভার বানিয়ে নিতে পারেন । আপনি যদি একটু সোল্ডারিং এর কাজ জানেন তাহলে নিজেই বাসায় এটি তৈরি করতে পারেন ।
ইনফ্রারেড রিমোট কন্ট্রোল রিসিভার চিত্রঃ
সার্কিটে যা যা ব্যবহার হয়েছেঃ
- একটি 78L05 , 5V রেগুলেটর
- একটি TOSP1738 IR রিসিভার
- একটি 4.7k রেজিস্টর
- একটি 4.7uF ক্যাপাসিটর
- একটি 1N4148 ডায়োড ও
- একটি ফিমেইল সিরিয়াল কানেক্টর (DB9 , RS232)
সার্কিট ডায়াগ্রামঃ
ইনফ্রারেড রিমোট কন্ট্রোল রিসিভার এর সার্কিট ডায়াগ্রামঃ
কিভাবে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল রিসিভার তৈরি করবেনঃ
আপনি খুব সহজেই এটি তৈরি করতে পারেন । তবে এখানে ব্যবহারিত TOSP1738 IR রিসিভার টি সহজে পাওয়া যায় না এতে কোন অসুবিধা নেই , এটি বাদে অন্য ও আপনি ব্যবহার করতে পারেন , আপনার যদি কোন নস্ট / ভাংগা টিভি , ভিসিডি(অবশ্যই রিমোট চালিত হতে হবে) থাকে অথবা আপনার পরিচিত কোন মেকার এর দোকান থাকে তাহলে সেখান থেকে এটা সংগ্রহ করতে পারেন।
ইনফ্রারেড রিমোট কন্ট্রোল রিসিভার টা কি ভাবে তৈরি করবেন তা নিচে ধাপে ধাপে দেয়া হলঃ
- প্রয়োজনিও উপকরন এক যায়গায় করে নিন ।
উপকরন সমুহঃ
- এবার সার্কিট ডায়াগ্রাম অনুযায়ি সংযগ করুন ।
সংযোগ চিত্রঃ
- সংযোগ দেয়ার পর নিচের চিত্র টার মত হবে ।
কিভাবে কাজ করবেনঃ
এখন রিসিভার টা তৈরি হয়ে গেলে , সেটা কম্পিউটার এর কমপোর্ট (এটি কম্যুনিকশন পোর্ট হিসেবে পরিচিত। এক্সটার্নাল মডেম এবং মাউস প্রভৃতি সংযোগের জন্য সাধারণত কমপোর্ট ব্যবহৃত হয়।)এ লাগান । এবার আপনার কম্পিউটার এ BS Player ইনস্টল করে নি। এটা ফ্রী তে
এখান থেকে নামিয়ে নিতে পারেন।
এটা ইনস্টল হয়ে গেলে রান করুন এবং Manu তে ক্লিক করুন তারপর Option তারপর Preferences এ জান , এখানে দেখুন Key Definitions & Wnlirc এ ক্লিক করুন । এবার আপনি যে ফাংশন গুলো রিমোট দিয়ে যা যা কোন্ট্রল করতে চান তা সিলেক্ট করে দিন (যেমন Play এর জন্য রিমোট এর Play বাটন(অবশ্য আপনি ইচ্ছা মত বাটন ব্যবহার করতে পারবেন)। WinLIRC বাটন নেম এর নিচে ক্লিক করুন এবং বাটন সিলিক্ট করে দিন । এভাবে সকল ফাংশন এর জন্য করতে হবে । এবার ফাংশন সেট হলে আপনার রিমোট টি রিসিভার এর দিকে তাক করে বাটন চাপুন দেখবেন কাজ করছে।
সবাইকে অনেক ধন্যবাদ ।