এ ব্লগ এর লেখা এখানে লেখা হয়। সকল নতুন পোস্ট ও টিউটোরিয়াল এখানে পাবেন।

রবিবার, ২৩ মে, ২০১০

ভিজুয়্যাল বেসিক IDE উইন্ডো এর সাথে পরিচিতি (ভিজুয়্যাল বেসিক টিউটরিয়াল ৩)

সবাইকে আমার আজকের টিউন পেজ এ সাগতম । আমি কিছু দিন হতে ভিজুয়্যাল বেসিক নিয়ে ধারাবাহিক টিউন করছি , আর আপনারা এ বিষয় আগ্রহি থাকলে ইন্নশাআল্লা নিয়মিত টিউন করে যাব । আমার আগের টিউন গুলো পড়তে নিম্নের ক্লিক করুন ।
ত কথা না বাড়িয়ে আজ কের টিউন এর প্রধান আলোচংশে আসি । আজ আমি ভিজ্যুয়াল বেসিক এর IDE  উইন্ডো এর সাথে পরিচয় করে দিবো ।

IDE  উইন্ডো এর সাথে পরিচিতি:

মেনুবারঃ

ভিজুয়্যাল বেসিক মেনুবারে File , Edit , View ইত্যাদি অপশন থাকে যা ভিজুয়্যাল বেসিক ব্যবহারে অনেক কাজে আসে ।

স্টান্ডার্ড টুলবারঃ

মাউস এর সাহায্যে দ্রুত কাজ করার জন্য টুলবার ব্যবহার করা হয় । এই টুলবার না পেলে View>Toolbar> Standard  এ সিলেক্ট করবেন ।

জেনারেল টুলবক্স/কন্ট্রোলবক্সঃ

এখানে ভিজুয়্যাল বেসিক এর সকল প্রকার কন্ট্রোল থাকে তাই এটা কে কন্ট্রোলবক্স ও বলে । কন্ট্রোলবক্স এ প্রয়োজনীয় কন্ট্রোল ফর্মে যুক্ত করে বিভিন্ন ইউজার ইন্টারফেস তৈরি করা হয় । এই টুলবার না পেলে View>Toolbox  এ সিলেক্ট করবেন ।
VB_IDE

IDE উইন্ডো এর চিত্রঃ

প্রজেক্ট এক্সপ্লোরার উইন্ডোঃ

ভিজুয়্যাল বেসিক এ প্রবেশ করলে project নামে যে উইন্ডো টা দেখা যায় তাকে প্রজেক্ট এক্সপ্লোরার বলেভিজুয়্যাল বেসিকে তৈরি করা একটি সম্পুন প্রোগ্রামেই হল প্রজেক্ট ; যা কত গুলো ফর্ম , মডিউল দারা গঠিত । প্রজেক্ট এক্সপ্লোরার এ সকল ফাইল এর তালিকা থাকে ।এই টুলবার না পেলে View>project explorer এ সিলেক্ট করবেন ।

প্রপার্টিজ উইন্ডোঃ

প্রপার্টিজ উইন্ডো ভিজুয়্যাল বেসিক এর মুল উইন্ডো তে থাকে । এটি প্রোগ্রাম তৈরি করার সময় প্রপার্টিজ যেমনঃ রঙ , সাইজ ইত্যাদি পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় ।এই টুলবার না পেলে View> properties window এ সিলেক্ট করবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন