এ ব্লগ এর লেখা এখানে লেখা হয়। সকল নতুন পোস্ট ও টিউটোরিয়াল এখানে পাবেন।

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০০৯

একটি ফ্রী ওয়েব সাইট তৈরী করুন

Create a free website (Blogger)
আপনি অনেক ভাবেই ফ্রী অয়েব সাইট তৈরী করতে পারেন। আমি আজ আপনাদের blogger থেকে কি ভাবে ফ্রী ওয়েব সাইট তৈরী করে তা নিয়ে আলোচনা করবো । এর জন্য আপনার একটি gmail account থাকতে হবে । কিভাবে কাজ করবেন তা আমি ধাপে , ধাপে আলোচনা করলাম
  • ১ম ধাপ : লগ অন করুন www.blogger.com > এবার create a blog এ কিল্কি করুন ।

  • ২য় ধাপ :এবার একটি ফরম আসবে , তাতে আপনার ইমেল অ্যাডেরেস , পাসওয়াড , ডিসপেলে নাম দিয়ে contunue বাটানে কিল্কি করুন।

  • ৩য় ধাপ : এবার আপনার ওয়েব সাইট এর টাইটেল , ও ওয়েব সাইট এর নাম দিয়ে contunue বাটানে কিল্কি রুন ।

  • ৪র্থ ধাপ : এবার আপনার টেমপেলেট পসন্দ করে contunue বাটানে কিল্কি করুন ।

ব্যস কাজ শেষ। এ বার post করা শুরু করে দিন। আপনাদের আর সুবিধার জন্য একটি ভিডিও Tutoria দেয়া হল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন