এ ব্লগ এর লেখা এখানে লেখা হয়। সকল নতুন পোস্ট ও টিউটোরিয়াল এখানে পাবেন।

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০০৯

গুগল অ্যাডসেন্স

গুগল অ্যাডসেন্স কি ?

আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েব সাইট এ ভিজিট করেন , সে সময় দেখবেন বিভিন্ন লিঙ্ক থাকে , তাতে লেখা থাকে
অ্যাডস বাই গুগল ।এই অ্যাডস বাই গুগল নিচে বা উপরে বিভিন্ন লিঙ্ক দেয়া তাতে আপনি কিল্কি করলে সাইট এর মালিক তার গুগল আডসেন্স এ্যাকাউন এ টাকা জমা হয়ে যায় ।


এখন অ্যাডসেন্স থেকে আপনি যদি ইনকাম করতে চাইলে আপনার একটি নিজের ওয়েব সাইট থাকতে হবে এবং তার পর গুগল অ্যাসেন্সর অ্যাডস দিয়ে আপনি ইনকাম করতে পারবে। এ কথা হল ওয়েব সাইট বানাবেন কি করে ?? আপনি যদি ফ্রী ওয়েব সাইট বানাতে চান তবে এ টিউন টিতে কিল্কি করেন।

গুগল অ্যাডসেন্স একাউন্ট কি ভাবে করবেন ?

গুগল অ্যাডসেন্স একাউন্ট এর জন্য আপনার একটি জিমেইল একাউন্ট থাকতে হবে। এখন কিভাবে গুগল অ্যাডসেন্স একাউন্ট তৈ্রী করবে তা নিন্মে ধারাবাহিক আলোচনা করা হল ।


  • এখন sing up বাটনে কিল্কি করুন ।

  • তার পর একটি ফরম আসবে ।

  • ফরম এ ১ম এ আপনার ওয়েব সাইট এর নাম , তারপর কোন ভাষায় আপনার ওয়েব সাইট , আপনার Account type ,আপনার Country নাম ,আপনার নাম (তবে মনে রাখবেন যে নামে আপনার ব্যাংকের একাউন্ট সে নাম দিবেন) , আপনার Street Address , City/Town , এখন কথায় থাকেন তা , এবং আপনার zip কোড ঠিক ভাবে পুরন করে সাবমিট ইবফারমেশন বাটনে কিল্কি করুন।

কি ভাবে আপনার ওয়েব সাইট এ গুগল অ্যাসেন্সর অ্যা যোগ করবেন ??

  • আপনার সাইট কিভাবে গুগল অ্যাসেন্সর অ্যাডস যোগ করবেন তা ধাপে ধাপে আলোচনা করা হল ।


  • আপনার ইমেল ঠিকানা , ও পাসওয়াড দিয়ে প্রবেশ করুন ।

  • তারপর repotes , adsense setup , My Account , Resouerces লেখার এ একটি পেজ় আসবে।

  • এ বার adsense setup এ কিল্কি করুন ।

  • এরপর adsense for content এ কিল্কি করুন। তারপর ad unit এ কিল্কি করতে হবে ।এবার একটি HTML কোড আসবে। তা কপি করে আপনার সাইট পোস্ট করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন