এ ব্লগ এর লেখা এখানে লেখা হয়। সকল নতুন পোস্ট ও টিউটোরিয়াল এখানে পাবেন।

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০০৯

Desktop এ তৈরি করুন আপনার Shutdown, Restart and Logoff বাটন

আপনি ইচ্ছা করলেই Start বাটনে না গিয়েই কম্পিউটার Shutdown, Restart এবং Logoff করতে পারবেন।এর জন্য আপনাকে Shutdown, Restart এবং Logoff এর Shortcut তৈরি করতে হবে। কিভাবে এটি তৈরি করবেন আমি নিচে ধাপে ধাপে বর্ননা করলাম।

Shutdown বাটন :

shutdown.exe6 Desktop এ তৈরি করুন আপনার Shutdown, Restart এবং Logoff বাটন | Techtunes

  • ১ম এ মাউস এর রাইট বাটন ক্লিক করুন ।
  • তারপর New তারপর Shortcut ক্লিক করুন ।

shutdown.exe Desktop এ তৈরি করুন আপনার Shutdown, Restart এবং Logoff বাটন | Techtunes

  • এবার ডায়ালগ বক্সে লিখুন Shutdown -r -t 10 । এখানে আপনার ইচ্ছা মত সময় নিধারন করে দিতে পাবেন , আমি বুঝার জন্য ১০ সেকেন্ড দিয়েছি।shutdown.exe1 Desktop এ তৈরি করুন আপনার Shutdown, Restart এবং Logoff বাটন | Techtunes
  • এবার Next বাটনে ক্লিক করুন , Shortcut এ নাম (Shutdown pc) দিন ।
  • তারপর Finish বাটনে ক্লিক করুন । ব্যস কাজ শেষ, এবার আইকন পরিবর্তনের পালা ।

shutdown.exe2 Desktop এ তৈরি করুন আপনার Shutdown, Restart এবং Logoff বাটন | Techtunes

  • তৈরী কৃত Shortcut উপর মাউস পয়েন্ট রেখে রাইট বাটন ক্লিক করুন , এবং তারপর propertise এ ক্লিক করুন এবং পরে change icon এ ক্লিক করুন ।

shutdown.exe3 Desktop এ তৈরি করুন আপনার Shutdown, Restart এবং Logoff বাটন | Techtunes

  • এবার icon সিলেক্ট করে ok বাটনে ক্লিক করুন , ব্যস কাজ শেষ।

shutdown.exe4 Desktop এ তৈরি করুন আপনার Shutdown, Restart এবং Logoff বাটন | Techtunes

  • এবার তৈরী কৃত Shortcut উপর ডাবল ক্লিক করুন , দেখবেন কম্পিউটার Shutdown হয়ে যাব।

Restart বাটন :

  • এটি একই প্রক্রিয়া হবে , শুধু কোড টি আলাদা হবে। Restart বাটন এর কোড হল shutdown -r -t 10

shutdown.exe5 Desktop এ তৈরি করুন আপনার Shutdown, Restart এবং Logoff বাটন | Techtunes

Logoff বাটন :

  • এটিও এই প্রক্রিয়া হবে , শুধু কোড টি আলাদা হবে। Logoff বাটন এর কোড হল shutdown -l -t 10

shutdown.exe7 Desktop এ তৈরি করুন আপনার Shutdown, Restart এবং Logoff বাটন | Techtunes

..........................................................................................................................................................................

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন