আপনি ইচ্ছা করলেই Start বাটনে না গিয়েই কম্পিউটার Shutdown, Restart এবং Logoff করতে পারবেন।এর জন্য আপনাকে Shutdown, Restart এবং Logoff এর Shortcut তৈরি করতে হবে। কিভাবে এটি তৈরি করবেন আমি নিচে ধাপে ধাপে বর্ননা করলাম।
Shutdown বাটন :
- ১ম এ মাউস এর রাইট বাটন ক্লিক করুন ।
- তারপর New তারপর Shortcut ক্লিক করুন ।
- এবার ডায়ালগ বক্সে লিখুন Shutdown -r -t 10 । এখানে আপনার ইচ্ছা মত সময় নিধারন করে দিতে পাবেন , আমি বুঝার জন্য ১০ সেকেন্ড দিয়েছি।
- এবার Next বাটনে ক্লিক করুন , Shortcut এ নাম (Shutdown pc) দিন ।
- তারপর Finish বাটনে ক্লিক করুন । ব্যস কাজ শেষ, এবার আইকন পরিবর্তনের পালা ।
- তৈরী কৃত Shortcut উপর মাউস পয়েন্ট রেখে রাইট বাটন ক্লিক করুন , এবং তারপর propertise এ ক্লিক করুন এবং পরে change icon এ ক্লিক করুন ।
- এবার icon সিলেক্ট করে ok বাটনে ক্লিক করুন , ব্যস কাজ শেষ।
- এবার তৈরী কৃত Shortcut উপর ডাবল ক্লিক করুন , দেখবেন কম্পিউটার Shutdown হয়ে যাব।
Restart বাটন :
- এটি একই প্রক্রিয়া হবে , শুধু কোড টি আলাদা হবে। Restart বাটন এর কোড হল shutdown -r -t 10 ।
Logoff বাটন :
- এটিও এই প্রক্রিয়া হবে , শুধু কোড টি আলাদা হবে। Logoff বাটন এর কোড হল shutdown -l -t 10 ।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন