আজ আমি একটি ব্যতিক্রমিক টিউন করবো । অনেকে টিউন টা দেখে হয়ত হাসতেও পারে , তবে সত্যই টিউন টা মজার । আজ আমি কোন প্রকার সার্কিট ছাড়াই কিছু এল.ই.ডি (লাইট) দিয়ে একটি সুন্দর ঝারবাতি বানানোর কৌশল সম্পর্কে আলোচনা করবো। নিচে ধাপা ধাপে দেয়া হল ।
প্রথমে যা যা লাগবেঃ
- ২৪০ টি এল ই ডি (লাইট) ।
- ট্রান্সফরমার ১টি (১৬ ভোল্ট , ১ আম্পিয়ার এসি ) ।
- একটি স্টিল ওয়ার (১৪ ফিট লোং) ।
- কিছু লম্বা তার ।
১ম ধাপঃ
নিম্নের দেয়া ছবির মত স্টিল ওয়ার কে পেচিয়ে নিন ।
চিত্র :স্টিল ওয়ার কে পেচার প্রক্রিয়া
২য় ধাপঃ
এবার সকল ও এল ই ডি (লাইট) নিম্নের চিত্রে এর মত তার এ সিল্ডারিং এর মাধ্যমে সংযোগ দিন । তবে মনে রাখবেন একটি এল ই ডি (লাইট) এর পজিটিভ এর সাথে অপর এল ই ডি (লাইট) এর পজিটিভ এবং এল ই ডি (লাইট) এর নেগেটিভ এর সাথে অপর এল ই ডি (লাইট) এর লেগেটিভ মিলিত হবে । এল ই ডি (লাইট) এর ২টি পিন এর মধ্যে বড় টা পজিটিভ আর ছোট টা নেগেটিভ ।
চিত্র : এল ই ডি (লাইট) সংযোগ ক্রিয়া
৩য় ধাপঃ
সংযোগ দেয়া সম্পন্ন হলে নিম্নের চিত্রের মত হবে । এই নেকলেস টা আপনার পেচানো স্টিল ওয়ার এর সাথে এবার পেচান ।
চিত্র : এল ই ডি (লাইট) এর তৈরি করা নেকলেস
৪র্থ ধাপঃ
এবার ট্রান্সফরমার সংযোগ দেয়ার পালা , প্রথমে নেকলেস এর যে প্রান্ত বের হয়ে ছে তা ট্রান্সফরমার সাথে সংযোগ দিন । ব্যস কাজ শেষ ।
চিত্র : এল ই ডি (লাইট) এর সাথে ট্রান্সফরমার সংযোগ প্রক্রিয়া
শেষ ধাপঃ
এবার এল ই ডি ঝারবাতি আপনার ঘরের যেকোন যায়গায় সেট করে সরবারহ দিন , দেখুন এবার মজা কিভাবে আপনার ঘর আলোকিত করে এল ই ডি ঝারবাতি ।
চিত্র : সরবারহের ফলে এল ই ডি (লাইট) গূলো আলো দিচ্ছে
জানি না টিউন টা কেমন লেগেছে , কেমন হল আমার ব্যতিক্রমিক টিউন টা কমেন্ট করে জানাবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন