সবাইকে আমার সালাম । আজ আমি একটি ট্রিকস নিয়ে টিউন করবো । অবশ্য অবিজ্ঞরা এ ট্রিকস জানে , তবে যারা নতুন তাদের অনেক কাজে আসবে বলে মনে হয়।আপনার হয়ত আপনদের ইমেইল অ্যাড্রেস দিয়ে অনেক ওয়েব সাইট এ বিভিন্ন কারনে সাইন আপ করে থাকেন , কিন্তু এক সময় দেখা যায় এই সব সাইট থেকে প্রতি দিনে আপনাকে অনেক অপ্রয়োজনীয় মেইল (ণিউজ লেটার ) পাঠাছে আপনাকে কেউ কোন একটি একটি মেইল অ্যাড্রেস থেকে আজেবাজে মেইল পাঠাচ্ছে , যা অনেক বিরক্তিকর !!!! এখন আপনি কি করবে ???? হ্যা আপনি ইচ্ছা করলেই এই বিরক্তিকর মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করতে পারেন খুব সহজেই । কিভাবে করবেন তা নিম্নে ছবি সহ ধাপে ধাপে বর্ননা করা হল ।
আপনাদের ট্রিকস টি কাজে লাগলে কমেন্ট করে জানাবেন ।
চিত্রঃ বিরক্তিকর মেইল এর উদাহারন
এখানে ধাপে-ধাপে কিভাবে বিরক্তিকর মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করবে তা বর্ননা করা হল ।
জিমেইল জন্য
- ১ম এ আপনার একাউন্ট এ লগইন করুন ।
- তার পর উপরের ডান কনায় , settings এ ক্লিক করতে হবে ।
- settings এ ক্লিক করলে একটি পেজ আসবে , সেখানে Filters এ ক্লিক করুন ।
- তারপর নতুন যে পেজ আসবে তাতে Create a new filter এ ক্লিক করুন ।
- এবার একটি ফর্ম আসবে তাতে আপনার বিরক্তিকর মেইল অ্যাড্রেস সহ ফর্ম পরুন করুন এবং নেক্সট করুন ।
- এবার আপনার আপনি যা করতে চান তা সিলেক্ট করে নেক্সট করুন ব্যস কাজ শেষ ।
ইয়াহু এর জন্য
- ১ম এ আপনার একাউন্ট এ লগইন করুন ।
- তার পর উপরের ডান কনায় , Options এ ক্লিক করতে হবে ।
- Options এ ক্লিক করে সেখান থেকে More Options এ ক্লিক করুন ।
- তারপর নতুন যে পেজ আসবে তাতে Filter > Create a new Filter এ ক্লিক করুন ।
- এবার নতুন একটা পেজ আসবে সেখানে ADD এ ক্লিক করুন ।
- এবার আপনি Filter name দিন এবং যে মেইল অ্যাড্রেস টা ব্লক করতে চান সেটা From header এ টাইপ করুন । Add Filtar এ ক্লিক করুন ।
আপনাদের ট্রিকস টি কাজে লাগলে কমেন্ট করে জানাবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন