এ ব্লগ এর লেখা এখানে লেখা হয়। সকল নতুন পোস্ট ও টিউটোরিয়াল এখানে পাবেন।

মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০১০

আপনার ইমেইল অ্যাড্রেস এ অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করুন খুব সহজেই (ইয়াহু , জিমেইল )

সবাইকে আমার সালাম । আজ আমি একটি ট্রিকস নিয়ে টিউন করবো । অবশ্য অবিজ্ঞরা এ ট্রিকস জানে , তবে যারা নতুন তাদের অনেক কাজে আসবে বলে মনে হয়।আপনার হয়ত আপনদের ইমেইল অ্যাড্রেস দিয়ে অনেক ওয়েব সাইট এ বিভিন্ন কারনে সাইন আপ করে থাকেন , কিন্তু এক সময় দেখা যায় এই সব সাইট থেকে প্রতি দিনে আপনাকে অনেক অপ্রয়োজনীয়  মেইল (ণিউজ লেটার ) পাঠাছে আপনাকে কেউ কোন একটি একটি মেইল অ্যাড্রেস থেকে আজেবাজে মেইল পাঠাচ্ছে , যা অনেক বিরক্তিকর !!!! এখন আপনি কি করবে ???? হ্যা আপনি ইচ্ছা করলেই এই বিরক্তিকর মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করতে পারেন খুব সহজেই । কিভাবে করবেন তা নিম্নে ছবি সহ ধাপে ধাপে বর্ননা করা হল ।
Unwanted Emails

চিত্রঃ বিরক্তিকর মেইল এর উদাহারন

এখানে ধাপে-ধাপে কিভাবে বিরক্তিকর মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করবে তা বর্ননা করা হল ।

জিমেইল জন্য

  • ১ম এ আপনার একাউন্ট এ লগইন করুন ।
  • তার পর উপরের ডান কনায় , settings এ ক্লিক করতে হবে ।
1g আপনার ইমেইল অ্যাড্রেস এ অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করুন খুব সহজেই (ইয়াহু , জিমেইল ) | Techtunes
  • settings এ ক্লিক করলে একটি পেজ আসবে , সেখানে Filters এ ক্লিক করুন ।
2g আপনার ইমেইল অ্যাড্রেস এ অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করুন খুব সহজেই (ইয়াহু , জিমেইল ) | Techtunes
  • তারপর নতুন যে পেজ আসবে তাতে Create a new filter এ ক্লিক করুন ।
  • এবার একটি ফর্ম আসবে তাতে আপনার বিরক্তিকর মেইল অ্যাড্রেস সহ ফর্ম পরুন করুন এবং নেক্সট করুন ।
3g আপনার ইমেইল অ্যাড্রেস এ অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করুন খুব সহজেই (ইয়াহু , জিমেইল ) | Techtunes
  • এবার আপনার আপনি যা করতে চান তা সিলেক্ট করে নেক্সট করুন ব্যস কাজ শেষ ।
4g আপনার ইমেইল অ্যাড্রেস এ অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করুন খুব সহজেই (ইয়াহু , জিমেইল ) | Techtunes
এবার আর বিরক্তিকর মেইল অ্যাড্রেস আপনাকে আর বিরক্তি করতে পারবে না ।

ইয়াহু এর জন্য

  • ১ম এ আপনার একাউন্ট এ লগইন করুন ।
  • তার পর উপরের ডান কনায় , Options এ ক্লিক করতে হবে ।
  • Options এ ক্লিক করে সেখান থেকে  More Options এ ক্লিক করুন ।
 আপনার ইমেইল অ্যাড্রেস এ অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করুন খুব সহজেই (ইয়াহু , জিমেইল ) | Techtunes
  • তারপর নতুন যে পেজ আসবে তাতে Filter > Create a new Filter এ ক্লিক করুন ।
 আপনার ইমেইল অ্যাড্রেস এ অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করুন খুব সহজেই (ইয়াহু , জিমেইল ) | Techtunes
  • এবার নতুন একটা পেজ আসবে সেখানে ADD এ ক্লিক করুন ।
 আপনার ইমেইল অ্যাড্রেস এ অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করুন খুব সহজেই (ইয়াহু , জিমেইল ) | Techtunes
  • এবার আপনি Filter name দিন এবং যে মেইল অ্যাড্রেস টা ব্লক করতে  চান সেটা From header এ টাইপ করুন । Add Filtar এ ক্লিক করুন ।
 আপনার ইমেইল অ্যাড্রেস এ অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করুন খুব সহজেই (ইয়াহু , জিমেইল ) | Techtunes
এভাবে আপনি আপনার বিরক্তিকর মেইল আসা বন্ধ করতে পারেন ।
আপনাদের ট্রিকস টি কাজে লাগলে কমেন্ট করে জানাবেন ।

তথ্য সুত্রঃ এখানে

সার্কিট ডায়াগ্রাম ছাড়ায় তৈরি করুন মজার একটি এল.ই.ডি ঝারবাতি (ব্যতিক্রমিক টিউন)

আজ আমি একটি ব্যতিক্রমিক টিউন করবো । অনেকে টিউন টা দেখে হয়ত হাসতেও পারে , তবে সত্যই টিউন টা মজার । আজ আমি কোন প্রকার সার্কিট ছাড়াই কিছু  এল.ই.ডি (লাইট) দিয়ে একটি সুন্দর ঝারবাতি বানানোর কৌশল সম্পর্কে আলোচনা করবো। নিচে ধাপা ধাপে দেয়া হল ।
3353547576 spinning staff led lights সার্কিট ডায়াগ্রাম ছাড়ায় তৈরি করুন মজার একটি এল.ই.ডি ঝারবাতি (ব্যতিক্রমিক টিউন) | Techtunes

প্রথমে যা যা লাগবেঃ

  • ২৪০ টি এল ই ডি (লাইট) ।
  • ট্রান্সফরমার ১টি (১৬ ভোল্ট , ১ আম্পিয়ার এসি ) ।
  • একটি স্টিল ওয়ার (১৪ ফিট লোং) ।
  • কিছু লম্বা তার ।

১ম ধাপঃ

নিম্নের দেয়া ছবির মত স্টিল ওয়ার কে পেচিয়ে নিন ।
2 সার্কিট ডায়াগ্রাম ছাড়ায় তৈরি করুন মজার একটি এল.ই.ডি ঝারবাতি (ব্যতিক্রমিক টিউন) | Techtunes

চিত্র :স্টিল ওয়ার কে পেচার প্রক্রিয়া

২য় ধাপঃ

এবার সকল ও এল ই ডি (লাইট) নিম্নের চিত্রে এর মত তার এ সিল্ডারিং এর মাধ্যমে সংযোগ দিন । তবে মনে রাখবেন একটি এল ই ডি (লাইট) এর পজিটিভ এর সাথে অপর এল ই ডি (লাইট) এর পজিটিভ এবং এল ই ডি (লাইট) এর নেগেটিভ এর সাথে অপর এল ই ডি (লাইট) এর লেগেটিভ মিলিত হবে । এল ই ডি (লাইট) এর ২টি পিন এর মধ্যে বড় টা পজিটিভ আর ছোট টা নেগেটিভ ।
3 সার্কিট ডায়াগ্রাম ছাড়ায় তৈরি করুন মজার একটি এল.ই.ডি ঝারবাতি (ব্যতিক্রমিক টিউন) | Techtunes

চিত্র : এল ই ডি (লাইট) সংযোগ ক্রিয়া

৩য় ধাপঃ

সংযোগ দেয়া সম্পন্ন হলে নিম্নের চিত্রের মত হবে । এই নেকলেস টা আপনার পেচানো স্টিল ওয়ার এর সাথে এবার পেচান ।
5 সার্কিট ডায়াগ্রাম ছাড়ায় তৈরি করুন মজার একটি এল.ই.ডি ঝারবাতি (ব্যতিক্রমিক টিউন) | Techtunes

চিত্র : এল ই ডি (লাইট) এর তৈরি করা নেকলেস

৪র্থ ধাপঃ

এবার ট্রান্সফরমার সংযোগ দেয়ার পালা , প্রথমে নেকলেস এর যে প্রান্ত বের হয়ে ছে তা ট্রান্সফরমার সাথে সংযোগ দিন । ব্যস কাজ শেষ ।
4 সার্কিট ডায়াগ্রাম ছাড়ায় তৈরি করুন মজার একটি এল.ই.ডি ঝারবাতি (ব্যতিক্রমিক টিউন) | Techtunes

চিত্র : এল ই ডি (লাইট) এর সাথে ট্রান্সফরমার সংযোগ প্রক্রিয়া

শেষ ধাপঃ

এবার এল ই ডি ঝারবাতি আপনার ঘরের যেকোন যায়গায় সেট করে সরবারহ দিন , দেখুন এবার মজা কিভাবে আপনার ঘর আলোকিত করে এল ই ডি ঝারবাতি ।
6 সার্কিট ডায়াগ্রাম ছাড়ায় তৈরি করুন মজার একটি এল.ই.ডি ঝারবাতি (ব্যতিক্রমিক টিউন) | Techtunes

চিত্র : সরবারহের ফলে এল ই ডি (লাইট) গূলো আলো দিচ্ছে

জানি না টিউন টা কেমন লেগেছে , কেমন হল আমার ব্যতিক্রমিক টিউন টা কমেন্ট করে জানাবেন ।

১০ টি বেস্ট ম্যাগাজিন স্টাইল এর ব্লগার টেমপ্লেট (সাথে ডাউনলোড লিঙ্ক)

সবাই কেমন আছেন  ,  মনে হয় ভাল । কয়দিন থেকে পরিক্ষার ব্যস্তায় ভিজুয়্যাল বেসিক নিয়ে আর লেখা হয়নি এজন্য আমি দুঃখিত । আমি সময় পেলে আবার ভিজুয়্যাল বেসিক নিয়ে লেখা শুরু করবো ।
আজ আমি কিছু ভালো টেমপ্লেট পেলাম , তাই এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ।

আলফা ব্লগার টেমপ্লেট


Alpha Blogger Template

রিভুলেশন থীম টেমপ্লেট


Revolution Theme Blogger Template

Tekikon ব্লগার টেমপ্লেট


Tekikon Blogger Template

Indomagz ব্লগার টেমপ্লেট


Indomagz Blogger Template

Grid Focus ব্লগার টেমপ্লেট


Grid Focus Blogger Template




Visionary Reloaded ব্লগার টেমপ্লেট


Visionary Reloaded Blogger Template


Magazine Style Red ব্লগার টেমপ্লেট


Magazine Style Red Blogger Template


Magazine 1 ব্লগার টেমপ্লেট


Magazine 1 Blogger Template


Magazine 2 ব্লগার টেমপ্লেট


Magazine 2 Blogger Template

Cellar Heat ব্লগার টেমপ্লেট


Cellar Heat Blogger Template

তথ্যসুত্র এখানে

ভিজুয়্যাল বেসিক এর বিভিন্ন উপাদান সমূহের পরিচিতি ও ভিজুয়্যাল বেসিক ফ্রী ডাউনলোড লিঙ্ক (ভিজুয়্যাল বেসিক টিউটরিয়াল ২)

সবাই কেমন আছেন আপনারা । আমার গত টিউনভিজুয়্যাল বেসিক নিয়ে লিখছি , অনেকে এ বিষয় নিয়ে আর জানতে চেয়েছে , তাই আজকে আমার এই টিউন । সুস্থ থাকলে ভিজুয়্যাল বেসিক নিয়ে নিয়মিত লিখে যাব। ত কথা না বাড়িয়ে কাজে আসা জাগ ।
আপনি যদি ভিজুয়্যাল বেসিক এ একজন দক্ষ প্রোগামার হতে চান তবে ভিজুয়্যাল বেসিক এর নিম্ন লিখিত ব্যবহারিত উপাদান গুলো সম্পর্কে পরিষ্কার ধারনা অবশ্যই থাকেতে হবে। ভিজুয়্যাল বেসিক এর এই উপাদান গুলো সম্পর্কে ভালো ধারনা না থাকেলে আপনি ভিজুয়্যাল বেসিক এ একজন সুদক্ষ প্রোগ্রামার হতে পারবেন না ।
Visual ভিজুয়্যাল বেসিক এর বিভিন্ন উপাদান সমূহের পরিচিতি ও ভিজুয়্যাল বেসিক ফ্রী ডাউনলোড লিঙ্ক (ভিজুয়্যাল বেসিক টিউটরিয়াল ২) | Techtunes

নিম্নে উপাদান গুলোর নাম দেয়া হল :

  • মেথড

  • অবজেক্ট

  • প্রোপাটিজ

  • ফাংশনস

  • ভেরিয়াবলস

  • ইভেন্ট

উপাদান গুলোর পরিচিতি / বর্ননা :

নিম্নে ভিজুয়্যাল বেসিক এর সকল উপাদানের ( অবজেক্ট   ,  প্রোপাটিজ  , ইভেন্ট , মেথড  , ভেরিয়াবলস , ফাংশনস ) বিস্তারিত আলোচনা করা হল ।

অবজেক্ট :

ভিজুয়্যাল বেসিক কোন প্রজেক্ট তৈরি করতে গেলে আমরা যে সকল কন্ট্রল ও ফর্ম (উদাহারন :  কমান্ড বাটন , টেক্সবক্স) ব্যবহার করে থাকি , তাদের অবজেক্ট বলে । ভিজুয়্যাল বেসিক যা তৈরি করেছে তারা ভিজুয়্যাল বেসিক তৈরি করার সময় এর অবজেক্ট গুলো নিদিস্ট করে দিয়েছে । যেমন ফর্ম একটি টেক্স বক্স সংযোগ করে ইচ্ছে মত মুভ করানো যায় । আবার টেক্স বক্স এ কোন কিছু টাইপ করা যায় ।

প্রোপাটিজ :

ভিজুয়্যাল বেসিক এ আমরা যে অবজেক্ট ব্যবহার করে থাকি , সে অবজেক্ট  গুলোকে আর ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন প্রকার প্রোপাটিজ ব্যবহার করা হয় । যেমন :  আমরা যখন ফর্ম এ সংযোগ করা একটি টেক্স বক্স এর ব্যাক কালার , উচ্চতা ইত্যাদি প্রোপাটিজ সেট করে টেক্সবক্স টিতে অধিকতর কার্যকরী করা যায় । কোড লিখার মাধ্যমেও অবজেক্ট সমূহের বৈশিস্ট্য নির্ধারন করা যায় ।
উদাহারন : ফর্ম একটি টেক্স বক্স যুক্ত করে উহার প্রোপাটিজ উইন্ডোতে নিম্নলিখিত ভাবে প্রোপাটিজ সেট করা যাক :
হাইট :২৭৫০
ওয়েট : ৩৫০০

এবার ফর্মটিতে ডিজাইন টাইম এ অথবা রান করলে পরিবর্তন সমূহ লক্ষ্য করা যাবে ।

ইভেন্ট :

ফর্ম এ কমান্ড বাটন যুক্ত করে ভিউ কোড সিলেক্ট করলে একটি কোড উন্ডো দেখা যাবে এই উন্ডো তে ২টি কম্বোবক্স আছে । বাম পাশের কম্বোবক্স কে অবজেক্ট কম্বোবক্স ও ডান পাশের টা কে প্রসিডিউর কম্বোবক্স বলা হয় , আর প্রসিডিউর কম্বোবক্স এর অধিনে বিভিন্ন ইভেন্ট থাকে । যেমন : লস্ট ফকাস ইভেন্ট ,ক্লিক ইভেন্ট ইত্যাদি ।
উদাহারন : কোন ফর্ম এ যুক্ত কমান্ডবাটন  হল একটি অবজেক্ট , যা অবজেক্ট কমান্ডবক্স এর থাকে । এখন এই কমান্ড বাটন এ ক্লিক ইভেন্ট কোন কোড লিখে , রান করে কমান্ডবাটন এ ক্লিক করলে কোড টি কাজ করেবে ।

মেথড :

ভিজুয়্যাল বেসিক এ প্রোগ্রাম তৈরিতে ব্যবহারিত অবজেক্ট এর কিছু মেথড থাকে যা দারা অবজেক্ট এর কাজ করার ধরন নির্ধারন করা হয় । অবজেক্ট এর বিভিন্ন যে ইভেন্ট থাকে , তাদের অধিনে এসকল মেথড ব্যবহারিত হয় । এর মধ্যে কিছু বেশি কাজের মেথড Clear , Hide , Show ইত্যাদি ।

ভেরিয়েবলস :

ভিজুয়্যাল বেসিক এ কোন অ্যাপ্লিকেশন তৈরি সময় যা সবচেয়ে বেশি ভুমিকা পালন করে তাহল ভেরিয়েবলস । ভিজুয়্যাল বেসিক  ভেরিয়েবলস অস্থায়ি ডেটা সংরক্ষন করে । একটি ভেরিয়েবল প্রধানত ২টি অংশ থাকে যথা: নেইম(নাম) ও ডাটা টাইপ ।  ভিজুয়্যাল বেসিক যে নামে ভেরিয়েবলস ডিক্লিয়ার করা হয় , সেই নামে উহার ডেটা সংরক্ষন করে এবং ডেটা টাইপ এর সাহায্যে নির্ধারিত কি ধরনের ডেটা সংরক্ষন করা হবে। যদি কোন সময় ডেটা টাইপ ডিক্লিয়ার করা না হয় তবে ভেরিয়েবলস টি ভেরিয়ান্ট টাইপ এর ডাটা সংরক্ষন করে থাকে । ভেরিয়ান্ট টাইপ এর ডাটা বিভিন্ন অবস্থা বিভিন্ন ডাটা টাইপ সংরক্ষন করে । তবে ভেরিয়ান্ট এর নাম অবশ্যই character (উদাহারন : a , b , c) হতে হবে ।

ফাংশনস :

ভিজুয়্যাল বেসিক এ তার নিজসস কিছু ফাংশনস থাকে  যার সাহায্যে ভিজুয়্যাল বেসিক এ তৈরি করা কোন প্রোগ্রাম আর সহজ ভাবে করা যায় । ভিজুয়্যাল বেসিক এর কিছু বেশ উল্লেখযোগ্য ফাংশনস হল (Date , Time , Val , Uvase ইত্যাদি ) ।

আজ এ পযন্ত । আশা করি সবাই ভাল ভাবে বুঝেছে। আমার পরের টিউন এ ভিজুয়্যাল বেসিক এর এর আইডিই (IDE – integrated development environment) উইন্ডো এর পরিচিতি ও প্রজেক্ট তৈরির বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ।

ভিজুয়্যাল বেসিক ফ্রী ডাউনলোড লিঙ্ক

যাদের কাছে ভিজুয়্যাল বেসিক ফাইল টি নেই তারা নিম্নে দেয়া লিঙ্ক গুলো থেকে ডাউনলোড করে নিতে পারেন । তবে এ ফাইল এর আকার অনেক বড় তাই ডাউনলোড হতে অনেক সময় নিবে
ডাউনলোড লিঙ্ক ১
Download From soft82.com
ডাউনলোড লিঙ্ক ২
Download From
ডাউনলোড লিঙ্ক ৩
Download From soft82.com

সবাইকে অসংখ্য ধন্যবাদ

ভিজুয়্যাল বেসিক কি ও কেন শিখবেন ভিজুয়্যাল বেসিক (ভিজুয়্যাল বেসিক টিউটরিয়াল ১)

আমি আজ যে বিষয় টা নিয়ে টিউন করবো তা হল ভিজুয়াল বেসিক । প্রোগ্রামিং নিয়ে টেকটিউন্স এ তেমন বেশি টিউন হয় নি । তাই আমি সাহস করে ভিজুয়াল বেসিক নিয়ে পর্ব (১৫ পর্ব)আকারে টিউন করার চিন্তা করলাম ও ইতি মধ্যে প্রায় ৫ পর্বের মত লিখে ফেলেছি। তবে আমি বলে রাখতে চাই যে ভিজুয়াল বেসিক নিয়ে আমার কোন প্রাষ্ঠানিক শিক্ষা নেই , আমি বিভিন্ন ওয়েব সাইট ঘেটে ও ভিডিও টিউটরিয়াল দেখে ভিজুয়াল বেসিক শিখেছি , তাই কোন প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভিজুয়াল বেসিক

ভিজুয়াল বেসিক কি :

Visual অর্থ দৃশ্যমান এবং Basic অর্থ মৌ্লিক । অর্থ্যাৎ প্রোগ্রামের কোডের ধরন । ভিজুয়াল বেসিক (যাকে আমরা সংক্ষেপে ভিবি বা vb বলে থাকি ) একটি তৃতীয় প্রজন্মের ঘটনা চালিত  প্রোগ্রামিং ভাষা এবং মাইক্রোসফটের “কম” বা কম্পোনেন্ট অবজেক্ট মডেল  এর আইডিই (IDE – integrated development environment)। মাইক্রোসফট এই ভাষাকে বাজারে আনে পুরাতন বেসিক ভাষার উন্নত সংষ্করন হিসেবে। দৃশ্যমান বা গ্রাফিকাল বৈশিষ্ট্য এবং বেসিক ভাষার উত্তরাধিকার ভিবিকে তুলনামূলকভাবে সহজ়ে আয়ত্ত এবং ব্যবহার করার সুবিধা প্রদান করেছে । বর্তমানে এই ভাষাটি ভিজুয়াল বেসিক ডট নেট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আর জানতে ভিজিট দিস লিঙ্ক
বেসিক ভিবি জিইউআই – গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (G UI-graphical user interface) বা ব্যবহারকারীর জন্য দৃশ্যমান ব্যবহার ব্যবস্থার র‌্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা র‌্যাড অ্যাপ্লিকেশন চালু করেছে। আর এই গ্রাফিকাল ইউজার ইন্টারফেসই হল ভিজুয়াল বেসিক ।
Visual Basic Bd

Visual Basic 2008 Express Edition

কেন ভিজুয়াল বেসিক শিখবেন :

ভিজুয়াল বেসিক কেন শিখবেন এটা একটা প্রশ্ন । আপনাদের যাদের প্রাগ্রামিং এর নেশা আছে তাদের জন্য ভিজুয়াল বেসিক ।
  • ভিজুয়াল বেসিক খুবেই সহজ ।
  • ভিজুয়াল বেসিক এ আছে কিওয়ার্ড , ফাংশন এবং এস্টেট্মেন্ট যা অধিংশই গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI-graphical user interface)
  • মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশ্ন সহজেই তৈরি করা যায়।
  • অ্যাকটিভ এক্স কোন্ট্রল তৈরি সহজ ।
  • বিভিন্ন গ্রাফিক্স ফাইল নিয়ে কাজ করা যায় ।
  • .exe (অর্থ্যাৎ Executable file ) file এ অ্যাপ্লিকেশন সংরক্ষন করা সম্ভব ।
  • এ সবচেয়ে বড় যে গুন এটার সাহায্যে Front End হিসাবে পরিচিত MS Acce8s x MS SQL ডাটা বেস এ্যাক্সেস করা যায় ।
এছাড়াও ডেটা অ্যাকসেস অবজেক্ট, রিমোট ডেটা অবজেক্ট ইত্যাদির মাধ্যমে ডেটাবেজে কাজ করার এবং অ্যাকটিভএক্স (ActiveX) নিয়ন্ত্রক ও অবজেক্ট তৈরী করার সুবিধা দিয়েছে।

আজ এ পযন্ত , আর  ভিজুয়াল বেসিক সম্পর্কে আপনাদের শেখার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাবে  , তাহলে আমি আমার পরের লেখা গুলো নিয়ে ও ভিডিও টিউটরিয়াল সহ টিউন করব।

আমাদের লাইফ বিজি , আমি করতে চেয়েছি একটু ইজি

আমার অনেক দিনের ইচ্ছা যে আমার একটা নিজের ওয়েবসাইট থাকবে , এবং এই জন্য আমার একটা সাইট তৈরি করা । কিছু দিন থেকে সাইট এর কাজ করছি লাম এবং সাইট এর কাজ প্রায় শেষ এর দিকে । আমার সাইট টির ঠিকানা : www.bdlinkpoint.co.cc ।প্রথম তাই ফ্রী দিয়ে শুরু করলাম , ভবিষৎ ডোমেইন ও হোস্টিং কেনার ইচ্ছা আসে ।
bd আমাদের লাইফ বিজি , আমি করতে চেয়েছি একটু ইজি  | Techtunes

কেন ও কি কারনে আমার এ সাইট তৈরি করা

যারা ইন্টানেট নতুন ব্যবহার করছেন , তাদের কথা মাথা রেখেই আমি এই সাইট টি তৈরি করেছি। যা নতুন ইন্টানেট ব্যবহার করছেন , তারা অনেক সময় কিছু প্রয়োজনিও লিঙ্ক খুজে , কিন্তু নতুন হয়ায় সহজে লিঙ্ক গুলো খুজে পায় না। এতে তাদের অনেক সমস্যা হয় এবং সময় অপচয় হয়।এ সাইট তে বর্ত্মানে প্রায় ১০০০+ বিভিন্ন প্রয়োজনিও লিঙ্ক আছে এবং প্রতি দিনেই বিভিন্ন প্রকার প্রয়োজনিও লিঙ্ক সাবমিট করা হচ্ছে। যা নতুন ইন্টানেট তারা যদি আমার এ সাইট টি হোম পেজ হিসাবে রাখে তাহলে হয় তো তাদের প্রয়োজনিও লিঙ্ক গুলো খুব সহজেই খুজে পেতে পারে।  অবশ্য  যারা অবিজ্ঞ তাদের জন্য আছে আমাদের গুগল চাচা আছে , সার্চ দিলেই সব কিছু চোখের সামনে। কিন্তু যারা নতুন তাদের গুগল সম্পর্কে ধারনা নাও থাকতে পারে ,  তাদের কথা চিন্তা করে আমার এই সাইট ।

সাইট টিতে যা যা পাবেন

সাইট টিতে অনেক ধরনের লিঙ্ক আপনি পেতে পারেন যেমন : বিভিন্ন প্রকার এন্টাটেনমেন্ট লিঙ্ক , নিউজ এন্ড মিডিয়া লিঙ্ক , বাংলাদেশের প্রয়োজনিও লিঙ্ক , বাংলাদেশ সরকারের প্রয়োজনিও লিঙ্ক , ইউ কে ও ইউ এস এ এর সকল প্রকার প্রয়োজনিও লিঙ্ক, বিভিন্ন দেশের নিউজ পেপার ও ম্যাগাজিন লিঙ্ক  আর অনেক ধরনের প্রয়োজনিও লিঙ্ক  এবং এ লিঙ্ক গুলোকে আমি বিভিন্ন কেটাগরিতে ভাগ করেছি যাতে সহজে খুজে পাওয়া যায় ।যেমন গান , নাটক এগুলোকে এন্টাটেনমেন্ট কেটাগরিতে ,  এভাবে সকল প্রকার লিঙ্ক এর জন্য বিভিন্ন কেটাগরি আছে । সাইট প্রতি দিনে আপডেট করতে চেস্ট করি। আর সাইট টি হয় তো অনেকের ভালো নাও লাগতে পারে , এজন্য খারাপ মন্তব্য না করে , সাইট টি আর কিভাবে ভালো করা যায় সে সম্পর্কে বললে খুছি হব।
badhon আমাদের লাইফ বিজি , আমি করতে চেয়েছি একটু ইজি  | Techtunes

জানি না আপনাদের সাইট টা কেমন লাগলো , ভালো লাগলে মন্তব্য করে জানাবেন আর সাইট টি সম্পর্কে যেকোন প্রকার সাজেন্স থাকে অবশ্যই দিবেন।

সবাই ভালো থাকবেন